বরগুনার বেতাগীতে ব্যাটারিচালিত অটোরিকশায় ওড়নায় পেঁচিয়ে চাঁদনী আক্তার নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চাঁদনী ওই উপজেলার ছোট মোকামিয়া গ্রামের আলম জোমাদ্দারের মেয়ে। তিনি বেতাগী সরকারি কলেজের একাদ্বশ শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কলেজ থেকে পরীক্ষা দিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন চাদনী। পথে বটতলা এলাকায় পৌঁছলে একটি অটোরিকশা তার গাঁ ঘেঁষে যাওয়ার সময় শরীরে থাকা ওড়নার এক অংশ চাকায় পেঁচিয়ে যায়। এতে ওড়নার বাকি অংশ গলায় ফাঁস লেগে ছিটকে পড়েন চাদনী।
এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’