অটোরিকশা ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সিলেট-জকিগঞ্জ সড়কে সিএনজি অটোরিকশা ও পিক-আপের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গোলাপগঞ্জ উপজেলা রানাপিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা সিএনজি অটোরিকশার যাত্রী বলে জানিয়েছেন পুলিশ।
নিহতরা হলেন, বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সাবেক মেম্বার লুৎফুর রহমান ও তার স্ত্রী জেলি বেগম এবং জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের তোপখানা গ্রামের সুনা মিয়ার ছেলে ইউনুস মিয়া।
এদিকে ঘটনার পর গোলাপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করার জন্য থানায় নেয়। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
জাতীয় খবর