বাবুগঞ্জে ভ্যান-রিক্সা-অটো শ্রমিকদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছেন যুবমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সম্পাদক মো. আতিকুর রহমান আতিক। রোববার (০৩ জুন) বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের বটতলা ভ্যান কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপজেলার ৫ শতাধিক ভ্যান-রিক্সা-অটো শ্রমিকদের মাঝে ওই ঈদবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজ সেবক যুবনেতা আতিকুর রহমান আতিকের পক্ষে এসময় ভ্যান-রিক্সা-অটো শ্রমিকদের হাতে ঈদবস্ত্র তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে গেস্ট অফ অনার ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও যুবলীগ সভাপতি মোস্তফা কামাল চিশতি। বটতলা ভ্যান কল্যাণ সমিতির সভাপতি মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এসময় অনুষ্ঠিত ইফতারপূর্ব এক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ, বিমানবন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ আহমেদ মুন্না, উপজেলা যুবলীগ সম্পাদক মাসুদ করিম লাভলু ও যুবমৈত্রীর কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি আজিজুল ইসলাম বাবুল।
ভ্যান কল্যাণ সমিতির সহ-সভাপতি এইচ.এম রিয়াজুল ইসলামের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মো. শাকিল, সাবেক সভাপতি জামাল হোসেন হাওলাদার, ইউপি সদস্য বিলকিস বেগম, সমিতির নেতা শহিদ মোল্লা ও মনির মোল্লা প্রমুখ।
সমাবেশ শেষে উপজেলার ৫ শতাধিক ভ্যান-রিক্সা-অটো শ্রমিকদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেন অতিথিরা। এসময় চাঁদপাশা ভ্যান কল্যাণ সমিতির আয়োজনে বটতলা মসজিদ প্রাঙ্গনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।’
বরিশালের খবর