১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

অতীতের যেকোনো সময়ের তুলনায় শক্তিশালী আ’লীগ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:২৭ অপরাহ্ণ, ২২ অক্টোবর ২০১৬

অতীতের যেকোনো সময়ের চেয়ে আওয়ামী লীগ শক্তিশালী বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

তিনি বলেন, আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য এ দেশে অনেক ষড়যন্ত্র হয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে, তারপরও আওয়ামী লীগকে নিঃশেষ করতে পারেনি। কোনো দিনই পারবে না। আজকে অতীতের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী আওয়ামী লীগ।’

শনিবার (২২ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২০তম জাতীয় সম্মেলনে বিগত সম্মেলন থেকে এ পর্যন্ত দলের বিভিন্ন কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন (সাধারণ সম্পাদকের রিপোর্ট) করতে এসে সৈয়দ আশরাফ এ মন্তব্য করেন।

রিপোর্ট না পড়ে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘সম্পাদকের রিপোর্ট এখান থেকে নিয়ে যাবেন। এ রিপোর্ট পড়তে হলে অনেক সময় প্রয়োজন হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে, আওয়ামী লীগ এগিয়ে যাবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি পৃথিবীর কোনো শক্তি নেই এ আওয়ামী লীগকে স্তব্ধ করে দিতে পারে। জননেত্রী শেখ হাসিনা যদি না-ও থাকেন আওয়ামী লীগ কিন্তু মরবে না’ মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়। হাজারো শহীদের রক্ত, জাতির পিতার রক্ত, চার জাতীয় নেতার রক্ত, হাজার হাজার নেতাকর্মীর আত্মত্যাগ। আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটা অনুভূতি।’

‘চার নেতার মৃত্যু, ভাষা আন্দোলনের রক্ত, স্বাধীনতা আন্দোলনের রক্ত-সেই অনুভূতি, এ অনুভূতি থেকেই সৃষ্টি হয়েছে, নাম আওয়ামী লীগ।’

‘আমি আওয়ামী লীগকে কোনো দিন শুধু রাজনৈতিক দল ভাবিনি। আওয়ামী লীগকে ভেবেছি একটি অনুভূতি। একটি অনুভূতির নাম আওয়ামী লীগ’ বলেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফ।

আওয়ামী লীগ শুধু গতানুগতিক কোনো রাজনৈতিক দল নয় উল্লেখ করে জনপ্রশাসনমন্ত্রী বলেন, ‘পৃথিবীতে অনেক দল আছে, আওয়ামী লীগের যে আত্মত্যাগ পৃথিবীর কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার তুলনা হয় না। এত ত্যাগ এত বিপর্যয়ের মধ্যে আওয়ামী লীগ এখন বাংলাদেশের মধ্যে, পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক দল।’

‘আমি দুই-দুবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জননেত্রী শেখ হাসিনার উপদেশে আমি দলকে পরিচালনা করেছি। আওয়ামী লীগের মধ্যে কোনো ভাঙন ধরেনি। দলে কোনো স্কিজম (দলের মধ্যে ভাঙন) তৈরি হয়নি।’

তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগের সন্তান, আওয়ামী লীগের ঘরেই আমার জন্ম। আওয়ামী লীগ যখন ব্যথা পায় আমার হৃদয়ে কিন্তু ব্যথা লাগে। আওয়ামী লীগের কর্মী যদি ব্যথা পায় সেই ব্যথা আমি পাই।’

উপস্থিত কাউন্সিলর ও ডেলিগেটেদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আজকের এ সম্মেলন একটি ঐতিহাসিক সম্মেলন, যুগান্তকারী সম্মেলন। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই।’

শনিবার সকাল ১০টা ৭ মিনিটে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

20 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন