সাগরপাড়ের জনপদ কলাপাড়ায় মাধ্যমিক স্তরের ৩৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুত সংযোগ না থাকায় মাল্টিমিডিয়া ভিত্তিক আইসিটি ক্লাশ নেয়া সম্ভব হচ্ছে না। বঞ্চিত রয়েছে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আইসিটির মান সম্মত শিক্ষা থেকে। মাধ্যমিক স্তরের ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৯টি দাখিল মাদ্রাসায় বিদ্যুত সংযোগ নেই।
সরকারিভাবে সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে আধুনিক ডিজিটাল পদ্ধতির শিক্ষাব্যবস্থা চালুর লক্ষে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ কার্যক্রম চলছে। যাদের বিদ্যুত সংযোগ রয়েছে তারা ওই সুযোগ পাচ্ছে কিন্তু পিছিয়ে থাকছে বিদ্যুতবিহীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কলাপাড়ায় ৩৩ টি মাধ্যমিক বিদ্যায় ও ২৭টি দাখিল মাদ্রাসা রয়েছে। তার মধ্যে ৩৬ টি প্রতিষ্ঠানে এখন পর্যন্ত বিদ্যুত সংযোগ পৌছেনি।
খোঁজখবর নিয়ে জানা গেছে- বর্তমানে মাধ্যমিক স্তরে ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পাঠ্যবই হিসেবে রয়েছে। বেশির ভাগ প্রতিষ্ঠানে কম্পিউটার বিষয়ে শিক্ষক পর্যন্ত নিয়োগ দেয়া হয়েছে। তাছাড়া শিক্ষার্থীকে বাস্তবমুখী শিক্ষা দেয়ার লক্ষে শিক্ষা ব্যবস্থাকে ডিজিটালাইজড করার জন্য সারা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ইন্টারনেট সংযোগের উপকরণ সরবরাহ করা হচ্ছে।
পাশাপাশি এ গুলো চালানোর জন্য প্রত্যেক প্রতিষ্ঠানে এক থেকে দুইজন শিক্ষককে সরকারি উদ্যোগে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। কিন্তু বিদ্যুত সংযোগ নেই এমন শিক্ষাপ্রতিষ্ঠান এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আবার কেউ প্রয়োজনীয় উপকরণ পেয়ে থাকলেও বিদ্যুতের অভাবে চালাতে পারছেন না। সুবিধা বঞ্চিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন। পিছিয়ে পড়ছে শিক্ষার্থীরা।
মিশ্রিপাড়া মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরিক্ষার্থী মো. আরিফুল ইসলাম বরিশালটাইমসকে জানান, বিদ্যুত সংযোগ না থাকায় তারা মাল্টিমিটিয়া প্রজেক্টর ভিত্তিক শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে। বঞ্চিত থাকছে ডিজিটাল পদ্ধতির শিখন থেকে।
তেগাছিয়া মাধ্যমিক বিদ্যালরে প্রধান শিক্ষক মো. শাহাদুল ইসলাম বরিশালটাইমসকে জানান, বিদ্যুত সংযোগ না থাকায় বিদ্যালয়ে আইসিটি (কম্পিউটার) বিষয়ক শিক্ষক নিয়োগ দেয়া থাকলেও বিদ্যুত সংযোগ না থাকায় শিক্ষা অফিস থেকে মাল্টিমিটিয়া প্রজেক্টর দেয়া হচ্ছে না। তাদের শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদ হোসেন বরিশালটাইমসকে জানান, যেসব বিদ্যালয়ে বিদ্যুত সংযোগ নেই তার তালিকা করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠনো হয়েছে। অনেক প্রতিষ্ঠানে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া দেয়া হয়েছে। কিন্তুু তারা বিদ্যুতের অভাবে চালাতে পারছেন না। তিনিও এ সমস্যার সঙ্গে একমত প্রকাশ করেন।
পটুয়াখালী পল্লী বিদ্যুত সমিতির কলাপাড়াস্থ পরিচালক প্রভাষক ইউসুফ আলী বরিশালটাইমসকে জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এ বছরের মধ্যে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানসহ গ্রামগুলোয় বিদ্যুত সংযোগ দেয়া হবে।’
শিরোনামখবর বিজ্ঞপ্তি, পটুয়াখালি