৪ ঘণ্টা আগের আপডেট রাত ৪:২৭ ; মঙ্গলবার ; সেপ্টেম্বর ১৭, ২০১৯
EN Download App
Youtube google+ twitter facebook
×


 

অন্তর্বাসের দোকানে গোপনে নারী সাংবাদিকের অর্ধনগ্ন ভিডিও ধারণ

বরিশাল টাইমস রিপোর্ট
৪:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৯

ভারতের রাজধানী নয়াদিল্লির অভিজাত এলাকা হিসেবে পরিচিত গ্রেটার কৈলাস এলাকার একটি অন্তর্বাসে দোকানের ট্রায়াল রুমে গোপন ক্যামেরায় নারী সাংবাদিকের অর্ধনগ্ন ভিডিও ধারণের অভিযোগ উঠেছে দোকান মালিকের বিরুদ্ধে।

ওই নারীর অভিযোগ, শুধু ছবি তোলাই নয়, ট্রায়াল রুমে যখন কাপড় পরিবর্তন করছিলেন, তখন দোকানের মালিক সেই দৃশ্য লাইভ দেখেছেন। ২৭ বছর বয়সী ওই নারী সাংবাদিক দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।

ওই নারী বলেছেন, দোকানে অন্তর্বাস কিনতে গিয়ে তার অর্ধনগ্ন ভিডিও দোকান মালিক গোপন ক্যামেরায় ধারণ করেছেন গত ৩১ আগস্ট। থানায় লিখিত অভিযোগ দায়ের হয় ৩ দিন পর। গ্রেটার কৈলাস এলাকার এম ব্লক মার্কেটের একটি অন্তর্বাসের দোকানে যান ওই সাংবাদিক।

অভিযোগে ওই নারী বলেছেন, ‘কিছু জিনিস পছন্দ করার পর এক নারী কর্মীকে ট্রায়াল রুমে নিয়ে যাওয়ার জন্য বলি। তার নির্দেশ মতো একটি ঘরে গিয়ে আমি সবগুলো পোশাক ট্রায়াল দিয়ে দেখি। ১০ মিনিট পর ওই নারী কর্মী ভেতরে ঢুকে অন্য রুমে যেতে বলেন। কারণ হিসেবে কর্মী বলেন, ওই রুমে সিসি ক্যামেরা রয়েছে।’

কিন্তু এখানেই শেষ হয়নি। অভিযোগকারী নারী বলেন, ‘এর মধ্যে ওই নারী প্রায় জোর করে অন্য একটি রুমে গিয়ে ট্রায়াল দিতে বলেন। সেই সময় আমি কার্যত অর্ধনগ্ন ছিলাম। আমি দেখতে পাই ওই রুমের বাইরেই দোকানের মালিক এবং আরও এক ব্যক্তি বসে ছিলেন। আমি তাদের দেখেই সঙ্গে সঙ্গে পোশাক পরে ফেলি এবং রুমের বাইরে বেরিয়ে আসি।’

এ ঘটনার পর তিনি তাৎক্ষণিকভাবে পুলিশকে ফোন করেন। তার বক্তব্য, ‘ওই সময় দোকানদার আমার লাইভ ফুটেজ দেখছিলেন। পরে তাকে আশ্বস্ত করেন, সব ছবি মুছে ফেলা হয়েছে এবং কোনো কিছুই সেভ করা হয়নি।’

প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, ওই দোকানের সিসিটিভি ফুটেজের ডেটাবেস ঘেঁটে আরও অনেকের ভিডিও ফুটেজ পাওয়া গেছে।

ভারতে ট্রায়াল রুমে গোপন ক্যামেরার নজির আগেও রয়েছে। ২০১৫ সালে দেশটির তৎকালীন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী এবং বর্তমানে নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি গোয়ায় ফ্যাবইন্ডিয়ার শো রুমের ট্রায়াল রুমে গোপন ক্যামেরা দেখতে পান। সেই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে। আনন্দবাজার।

বিশেষ খবর

আপনার মতামত লিখুন :

প্রধান সম্পাদক: শাহীন হাসান
সম্পাদক : শাকিব বিপ্লব
নির্বাহী সম্পাদক : মো. শামীম
বার্তা সম্পাদক : হাসিবুল ইসলাম
প্রকাশক : তারিকুল ইসলাম
ভুইয়া ভবন (তৃতীয় তলা), ফকির বাড়ি রোড, বরিশাল ৮২০০।
ফোন: ০৪৩১-৬৪৮০৭, মোবাইল: ০১৭১৬-২৭৭৪৯৫
ই-মেইল: [email protected], [email protected]
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  খিচুড়িসহ পাতিল ছিনতাই করলো ছাত্রলীগ!  রক্তাক্ত রিফাতকে একাই হাসপাতালে নিয়েছিল মিন্নি  মায়ের নাম রোকিয়া বেগম আর বাবার নাম আওয়ামী লীগ!  এডিট করে স্ক্রিনশট বানিয়ে সাংবাদিক মাইনউদ্দিনের বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি    বৃদ্ধাকে পেটানো উজিরপুরের সেই কনস্টেবল ক্লোজড, এখনও বহাল ওসি  আপত্তিকর অবস্থায় আটক অধ্যক্ষ-অধ্যাপিকা  আসামি ছেড়ে ইয়াবা ভাগবাটোয়ারা, ৫ পুলিশ গ্রেপ্তার  এক চার্জে ১৫৬ কিলোমিটার চলবে এই মোটরসাইকেল  বরিশালে শুরু হচ্ছে মশা জরিপ