৩৮ seconds আগের আপডেট সন্ধ্যা ৭:৩৪ ; শুক্রবার ; মার্চ ৩১, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

অপরাধ নিয়ন্ত্রণে সিসি ক্যামেরার আওতায় কলাপাড়া

বরিশালটাইমস, ডেস্ক
৮:২১ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২২

অপরাধ নিয়ন্ত্রণে সিসি ক্যামেরার আওতায় কলাপাড়া

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে অত্যাধুনিক ক্লোজসার্কিট ক্যামেরা। পর্যায়ক্রমে আরও গুরুত্বপূর্ণ এলাকা আনা হবে এই ক্যামেরার আওতায়। পটুয়াখালী-০৪ আসনের সাংসদ অধ্যক্ষ মো. মহিবুর রহমানের আর্থিক সহযোগিতা এবং বরিশাল রেঞ্জের ডিআইজি ও পটুয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

কলাপাড়া থানায় বসে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে সিসি ক্যামেরার আওতায় থাকা এলাকাগুলো। ইতোমধ্যে সিসি ক্যামেরার ফুটেজ এক শিক্ষকের হারানো কয়েক লক্ষ টাকা উদ্ধার করে দিয়েছে কলাপাড়া থানা পুলিশ।

সিসি ক্যামেরা বসানোর পর ওইসব স্থানে সকল ধরনের অপ্রীতিকর ঘটনা কমবে বলে ধারনা করছে এলাকাবাসী। উপজেলার সিক্সলেন, ফোরলেন, চাকামইয়া ইউনিয়নের প্রবেশপথ, কলাপাড়া বাসস্ট্যান্ড, শেখ কামাল সেতু সংলগ্ন প্রবেশপথ, হাসপাতাল গেট, কলাপাড়া ফেরিঘাট চৌরাস্তা, বালিয়াতলী ইউনিয়নের জিরো পয়েন্ট, মিঠাগঞ্জ ইউনিয়নের প্রবেশপথ সহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে বসানো হয়েছে এই ক্যামেরা।

এছাড়া কলাপাড়া পৌরভবন, কলাপাড়া পৌরশহরের গুরুত্বপূর্ণ স্থান, ব্রীজের টোল পয়েন্ট সহ শহরের অধিকাংশ ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান ব্যক্তিগত ভাবে সিসি ক্যামেরার আওতায় রেখেছেন।

অনামিকা বিজনেস সেন্টারের সত্ত্বাধীকারী দেবাশীষ মূখার্জী বলেন, আমার মোবাইলের দোকান কয়েকবার চুরি হয়েছে, চোর ধরতে পারিনি। তাই দোকানে সিসি ক্যামেরা স্থাপন করেছি। বসানোর পর থেকে চুরি হয়নি। তবে সিসি ক্যামেরা স্থাপন করলে অপ্রীতিকর ঘটনা কম ঘটবে বলে তার ধারনা।

সনি ইলেকট্রনিক্সের মালিক শিব শংকর পাল বলেন, সিসি ক্যামেরা স্থাপন অবশ্যই একটি ভাল পদক্ষেপ। এর দ্বারা অনেক ব্যবসায়ী উপকৃত হব যেই যেই স্থানে ক্যামেরা বসানো হয়েছে সেই সেই স্থানের মানুষ এর সুফল অবশ্যই পাবে।

এই ক্যামেরার ভয়ে কোন সংঘবদ্ধ চক্র অপ্রীতিকর ঘটনা ঘটাতে দশবার ভাববে। হেলথ কেয়ার ক্লিনিকের মালিক রিয়াজুল করিম বলেন, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে সিসি ক্যামেরা বসানো একটি যুগন্তকারী পদক্ষেপ।

এরফলে ব্যবসা প্রতিষ্ঠান চুরি হলেও চোর সনাক্ত করা সহজ হবে। সকল ধরনের অপরাধ মূলক কর্মকান্ড অনেক কম ঘটবে। কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মো. হুমায়ুন কবির জানান, ইতোমধ্যে বাজারের গুরুত্বপূর্ণ জায়গায় পৌরসভা থেকে সিসি ক্যামেরা বসানো হয়েছে।

পর্যায়ক্রমে বাজারের নিরাপত্তার জন্য ক্যামেরার সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসিম জানান, ইতোমধ্যে এই ক্যামেরার সুফল জনগন পেতে শুরু করেছে।

শিক্ষক সোহরাব উদ্দিন বিশ্বাস ভুল করে অটো গাড়িতে টাকা ফেলে গিয়ে থানা পুলিশকে বিষয়টি অবহিত করে। কলাপাড়া থানা পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে সেই টাকা উদ্ধার করে ওই শিক্ষকের কাছে ফিরিয়ে দিয়েছে।

পটুয়াখালি, বিভাগের খবর

আপনার মমত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: [email protected], [email protected]
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  শামসুজ্জামান কাজটি ঠিক করে নাই : শাজাহান খান  তিন মাসে ৫৬ সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার: আসক  বাকেরগঞ্জে জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল  বরিশালে সেবক ফাউন্ডেশনের ইফতারসামগ্রী বিতরণ  মোদিবিরোধী পোস্টার, গ্রেপ্তার ৮  আগৈলঝাড়া যুবলীগের সভাপতি আজাদ সেরনিয়াবাত এবং সহিদ তালুকদার সম্পাদক  পার্ক থেকে নারীকে তুলে নিয়ে চলন্ত গাড়িতে ধর্ষণ  বরিশালসহ ১৯ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস  বাউফলে সোহান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন  বরিশালে লঞ্চের কেবিন থেকে অর্ধ মণ গাঁজা উদ্ধার: নারীসহ গ্রেপ্তার ৪