অপারেশন করাতে গিয়ে নারীর দুটি কিডনিই চুরি: পালালেন স্বামী
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: চিকিৎসক ও জীবনসঙ্গী- এই দুই ধরনের মানুষকে সব চেয়ে বেশি ভরসা করে থাকেন যে কোনও মানুষ। কিন্তু এই দুই মানুষই যদি বিশ্বাস ভাঙেন, তাহলে সম্পূর্ণ ভেঙে পড়তে পারেন মানুষ। চিকিৎসককে ভরসা করেন বলেই তাঁর কাছে নিজের সমস্ত সমস্যার কথা খুলে বলতে পারেন লোকজন। কিন্তু বিহারের মুজফফরপুরের এক চিকিৎসক টাকার লোভে এমন এক কাণ্ড ঘটালেন, যার ফলে রোগীর প্রাণ সংশয় অবধি হতে পারে। তথ্যসূত্র: বাংলাহান্ট।
চিকিৎসার নামে এক মহিলার দু’টি কিডনিই চুরি করে নিয়েছেন এক চিকিৎসক। বিনা কিডনিতে কীভাবে বাকি জীবন বাঁচবেন, তা নিয়ে খুবই চিন্তিত তিনি।
জানা গিয়েছে, অস্ত্রোপচার করাতে ওই হাসপাতালে গিয়েছিলেন সুনীতা। জরায়ুর সমস্যায় ভুগছিলেন অনেকদিন ধরেই। তাই চিকিৎসকের কথামতো অস্ত্রোপচার করাতে মুজফফরপুরের এসকে মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। সেখানে অস্ত্রোপচার করার জন্য তাঁকে অজ্ঞান করা হয়।
বিশেষ খবর