২০০১ সালে মুক্তি পায় রিয়াজ-শাবনূর জুটির ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। ১৭ বছর পর গেল বছরের নভেম্বরে ছবিটির সিক্যুয়াল নির্মাণের ঘোষণা দেন ছবিটির পরিচালক দেবাশীষ বিশ্বাস।
বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড ছবিটি প্রযোজনা করবে বলে সে সময় চুক্তিও স্বাক্ষরিত হয়েছিল। তবে এতে নায়ক-নায়িকা হিসেবে কারা অভিনয় করবেন তা জানা যায় নি।
গতকাল ৮ ফেব্রুয়ারি রাতে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক সূত্রের তথ্য মতে, অপু-বাপ্পীকে নিয়েই শুরু হতে যাচ্ছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন এই দুই চিত্রতারকা।
এমন তথ্যের নিশ্চয়তার জন্য বাপ্পী চৌধুরীর কাছে ফোনে জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন, তারা দু’জনেই ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিতে অভিনয় করবেন। আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রে স্বাক্ষরও করেছেন।’
শুটিং প্রসঙ্গে জানতে চাওয়া হলে বিষয়টি এড়িয়ে যান তিনি। সময় হলেই সবকিছু জানানো হবে যোগ করেন বাপ্পী।
এর আগে কাঙাল নামের একটি ছবিতে অভিনয়ের কথা ছিল বাপ্পী ও অপুর। বদিউল আলম খোকন পরিচালিত ওই ছবিতে আরও ছিলেন ডি এ তায়েব। গেল অক্টোবর মাসে এই ঘোষণা আসলেও পরে ছবি থেকে সরে যান বাপ্পী ও অপু দুজনেই।
২০০১ সালে ‘শ্বশুরবাড়ি জিন্দবাদ’ মুক্তির পরের বছরই কলকাতায় এ ছবিটির রিমেক করেন হরনাথ চক্রবর্তী। প্রসেনজিৎ ও ঋতুপর্ণা অভিনীত ছবিটি সেখানেও বেশ ব্যবসা সফল হয়।
বিনোদনের খবর