বছর শেষে অবসর নেবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আগামী ডিসেম্বরে তিনি অর্থমন্ত্রী পদের দায়িত্ব থেকে অবসর নেওয়ার কথা জানান।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে অগ্রণী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে তিনি এ কথা জানান।
অবসর নেওয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন- জীবনে একটি সময় আসে যখন অবসর নেওয়া উচিত। নির্দিষ্ট সময়ের পর সবারই অবসরে যাওয়া উচিত। তবে রাজনীতি থেকে অবসরে যাবেন কি না সে বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি তিনি।
মুহিত বলেন- বহুদিন এক জায়গায় থাকলে পচন আসে, আমি এবার সত্যিকার ভাবেই অবসরে যাব।’
রাজনীতির খবর