অবশেষে তামিমের সাক্ষাৎ পেলেন বরিশালের শাহীন ফকির!
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: জন্মের পর পোলিও আক্রান্ত হয়ে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে ওঠা শাহীন ফকিরের জীবনের অন্যতম লক্ষ্য ছিল প্রিয় খেলোয়াড় তামিম ইকবালের সঙ্গে দেখা ও কথা বলার সুযোগ পাওয়া। শুক্রবার সন্ধ্যায় সেই স্বপ্নও পূরণ হয়ে গেল ১৮ ইঞ্চি উচ্চতার ত্রিশোর্ধ্ব যুবকের।
গ্র্যান্ড সিলেট হোটেলে বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের সান্নিধ্যই শুধু পেলেন না, বোনাস হিসেবে মুশফিকুর রহিমের সঙ্গেও দেখা হয়ে গেল বরিশালের মুলাদী উপজেলার চর কমিশনার এলাকা থেকে আসা সাবলম্বী যুবক শাহীনের। বাড়ি থেকে আধা কিলোমিটার দূরত্বে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের হায়াতসার গ্রামের ফুলতলা বাজারে নিজের দোকান চালান তিনি।
আগামীকাল থেকে সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ। ২০ এবং ২৩ মার্চ অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার বাকি দুই ওয়ানডে।’
খেলাধুলার খবর