বরিশালের গৌরনদী উপজেলায় অপহরণের ৫৮ দিন পর দশম শ্রেণির ছাত্রীকে (১৫) উদ্ধার ও অপহরণকারী সোহাগ মোল্লা ওরফে নাঈম মোল্লাকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার শরিকল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী নাঈম মোল্লাকে গ্রেপ্তার করা হয়। নাঈম উপজেলার শাহজিরা গ্রামের মনির মোল্লার ছেলে।
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নাঈম মোল্লাকে বরিশালের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক কারাগারে পাঠান। একই সঙ্গে ডাক্তারি পরীক্ষার জন্য উদ্ধার স্কুলছাত্রীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও গৌরনদী থানার এসআই মাজহারুল ইসলাম জানান, উপজেলার আধুনা গ্রামের বাসিন্দা ও চন্দ্রহার কে আর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো নাঈম মোল্লা। গত ৩০ জুলাই বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে গোপ্তেরবাড়ির নামক ব্রিজের কাছে ওই স্কুলছাত্রী পথরোধ করে তুলে নিয়ে যায় নাঈম।
এ ঘটনায় অপহৃত স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ৬ জনকে অভিযুক্ত করে গৌরনদী থানায় অপহরণ মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাঈমের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।’
বরিশালের খবর