অভিমানে ৩ সন্তানকে নিয়ে মায়ের বিষপান: প্রাণ গেলো সন্তানদের
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সুনামগঞ্জের জামালগঞ্জে স্বামীর সাথে অভিমান করে তিন সন্তানকে নিয়ে এক নারী বিষপান করে। এতে তিন সন্তানের মৃত্যু হয়েছে এবং গুরুতর অসুস্থ ওই নারী। রোববার সকাল ১০টার দিকে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত যমুনা বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে শান্তিপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী যমুনা বেগম (৩৫) স্বামীর সঙ্গে অভিমান করে সন্তানদের নিয়ে বিষ পান করেন। তিনি জানান, এতে তাদের সন্তান সাকিবা বেগম (১৫), তামবির হোসেন (১৩) ও সাহেদ মিয়ার (৫) মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন মা যমুনা বেগম।
দেশের খবর