বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৭:২০ অপরাহ্ণ, ১৯ এপ্রিল ২০১৭
‘অসাম্প্রদায়িক বাংলাদেশ বিরোধী কিছুই মানি না’ এই শ্লোগান নিয়ে বরিশালে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ প্রতিবাদী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে। বুধবার বিকেল ৫টায় অশ্বিনী কুমার হল চত্বরে কেন্দ্রীয কর্মসূচির অংশ হিসেবে তারা এই কর্মসূচির আয়োজন করে।
সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এসএম ইকবাল সভাপতির বক্তব্যে প্রতিবাদী সমাবেশে বলেন, আজকের মৌলবাদীরা পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা বের করার প্রতিবাদে বোমা হামলার হুমকি দিচ্ছে। সুপ্রীম কোর্টের সামনে থেকে ভাস্কর্য অপসারণের কথা বলছে।
এরপর একসময় শহীদ মিনার ভেঙে ফেলার দাবি তোলবে।
মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এসব দাবির সাথে ধর্মের কোন সমর্থন নেই। তাই বিলম্ব নয়, এখনই সময় এই মৌলবাদীদের এসব দাবি উপেক্ষা করে অসাম্প্রদায়িক বাংলাদেশের ধারা সমুন্নত রাখা।’
এই সমাবেশে বক্তব্য রাখেন- জাসদ জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল হাই মাহাবুব, উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা কমিটির সভাপতি বিশ্বনাথ দাস মুন্সি এবং সেক্টরস কমান্ডার ফোরামের নগর কমিটির সম্পাদক কাজল ঘোষ প্রমুখ।
এই প্রতিবাদী সমাবেশে গণসংগীত পরিবেশন করেন উদীচী শিল্পী গোষ্ঠী।”