মুন্সীগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার বেলা ২টার দিকে মুন্সীগঞ্জ পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সিনিয়র সহকারী এসপি মো. আসাদুজ্জামান।
রোববার দিবাগত রাতে উপজেলার চরকেওয়ার ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামের একটি টিনের বাড়িতে অভিযান চালিয়ে ওই অস্ত্র কারখানার সন্ধান মেলে বলে জানান আসাদুজ্জামান।
এসপি আসাদুজ্জামান জানান, রোববার গভীর রাতে ডিবির একটি দল খোরশেদ আলম দিদারের একটি টিনের ঘরে অভিযান চালিয়ে একটি স্নাইপার রাইফেল, দুইটি ওয়ান শুটার গান, ১৬টি গুলি, লাগেজ ভর্তি আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ চাপাতি ও ছুরি উদ্ধার করা হয়। খোরশেদ আলমের ছেলে মিজানুর রহমান এই অস্ত্র তৈরির কাজের সঙ্গে জড়িত বলে নিশ্চিত হলেও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
আসাদুজ্জামান আরও জানান, মিজানুরের বিরুদ্ধে একাধিক মামলা আছে। এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ মিজানুরসহ জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছে।
জাতীয় খবর