১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

আইপিএলের নিলামে কে এই রহস্যময়ী তরুণী?

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, ২২ ডিসেম্বর ২০১৯

বার্তা পরিবেশক, অনলাইন::: গত বৃহস্পতিবার কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় আইপিএল ১৩তম আসরের নিলাম। তারকা ক্রিকেটার হওয়া সত্ত্বেও নিলামে দল পাননি অনেকেই।

নিলামে কে কত দরে কোন দলে ভিড়লেন তার খবরে এখন সয়লাব গণমাধ্যম। বিষয়টি নিয়ে আলোচনা চলছে ক্রিকেটপ্রেমীদের মুখে মুখে।

তবে নিলামের এই দর কষাকষির মধ্যে নজর কেড়েছেন এক রহস্যময়ী তরুণী। ক্যামেরায় বারবার দেখা যাচ্ছিল তাকে।

ক্রিকেটারদের নিয়ে আলোচনার পাশাপাশি সমানতালে নিলামে অংশ নেয়া সেই তরুণীকে নিয়েও আলোচনা চলছে।

ওই রহস্যময়ী ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত।

বৃহস্পতিবার আইপিএল নিলামে সানরাইজার্স হায়দ্রাবাদের পরামর্শদাতা ভিভিএস লক্ষ্মণ, মুত্তিয়া মুরলিধরণ এবং কোচ ট্রেভর বেলিসসহ অন্যদের পাশে দেখা গেছে ওই তরুণী।

অনেকেরই প্রশ্ন কে এই রহস্যময়ী তরুণী?

এর জবাব দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। তারা জানায়, আইপিএল নিলামে অংশ নেয়া ওই রহস্যময়ী আর কেউ নন; তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের মালিক কলানিথ মারানের ২৭ বছরের কন্যা। তার নাম কাব্য মেরান। ফ্রাঞ্চাইজিটির মালিকানায় তারও শেয়ার রয়েছে।

শুধ আইপিএলেই নয়; কাব্য মেরানকে দেখা গেছে ভারতের বিভিন্ন টিভি চ্যানেলেও। কাব্য মারান সান টিভি এবং সান টিভির এফএম চ্যানেলগুলির সঙ্গে যুক্ত রয়েছেন। চেন্নাই থেকে এমবিএ করেছেন কাব্য। ক্রিকেটকে প্রচণ্ড ভালোবাসেন এই তরুণী। তাই বর্তমানে তার সমস্ত মনোযোগ আইপিএলের দিকে।

এদিকে কাব্য মেরানকে নিয়ে যখন সবাই আলোচনায় মুখর; তখন অনেকেই তাকে নিয়ে টুইট করেছেন।

সেসব টুইটে ২০১৮ সালের আইপিএল আসরে তার উপস্থিতির কয়েকটি ছবি প্রকাশ পেয়েছে।

সেখানে দেখা গেছে, রাজীব গান্ধি স্টেডিয়ামে গ্যালারিতে বসে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ চলাকালীন সানরাইজার্স হায়দরাবাদকে সমর্থন জানাচ্ছেন কাব্য।

প্রসঙ্গত ২০১৮ সালেও আইপিএলেও দুই রহস্যময়ী তরুণী সবার নজর কেড়েছিলেন। তাদের নাম মালতী চাহার এবং আরসিবি ভক্ত দীপিকা ঘোষ। আর এই বছর রহস্য ছড়িয়েছেন নতুন মুখ কাব্য মেরান।

21 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন