আওয়ামীলীগ প্রেমি একজন নিঃস্বার্থবান সেলিম খাঁ
হাসান পিন্টু, লালমোহন (ভোলা) : প্রায় ষাট বছর বয়সী মো. সেলিম খাঁ। আওয়ামীলীগের একজন নিঃস্বার্থবান কর্মী তিনি। দলের প্রতি তার রয়েছে অনন্য এক ভালোবাসা। দলকে ভালোবেসে দলের প্রতীক নৌকা নিজ হাতে তৈরী করেছেন সেলিম খাঁ। তার ওপরে বাঁধাই করে বসিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও।
ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের চরটিটিয়া গ্রামের খাঁন বাড়ির মৃত মুনছুর আলীর ছেলে তিনি। উপজেলার কোথায়ও আওয়ামীলীগের সভা-সমাবেশ ও মিছিলে নিজের হাতে তৈরি করা ছোট্ট নৌকা, তার ওপরে বসানো প্রধানমন্ত্রীর ছবি মাথায় নিয়ে ঘুরতে দেখা যায় আওয়ামীলীগের এই নিবেদিত কর্মী সেলিম খাঁকে।
দিনমজুরীতে কৃষি কাজ করে সংসার চালালেও দল থেকে তার কোনো চাওয়া-পাওয়া নেই। সেলিম খাঁ’র ৪ সদস্যের পরিবার। তাকে দেখলে মনে হবে দলের জন্য তিনি যেন একজন নিঃস্বার্থবান ব্যক্তি। সোমবার বিকালে উপজেলার বদরপুর ইউনিয়নের হাজিরহাট বাজারে আওয়ামীলীগের একটি অনুষ্ঠানে নৌকা ও প্রধানমন্ত্রীর ছবি মাথায় নিয়ে ঘুরতে দেখা যায় সেলিম খাঁকে। এসময় তার সঙ্গে কথা বললে তিনি জানান, বাপ-দাদা সকলেই বঙ্গবন্ধুর আর্দশের মানুষ ছিল।
জন্মের পর যখন বুঝতে শুরু করেছি তখনই আওয়ামীলীগের প্রতি আলাদা একটা টান সৃষ্টি হয় নিজের মধ্যে। ওই টান থেকেই মূলত দলের প্রতীক নৌকা ও বঙ্গবন্ধু কন্যার ছবি মাথায় নিয়ে ঘুরি। এটি আমার আদর্শ। তিনি আরো বলেন, নিজে দিনমজুরিতে কৃষি কাজ করি।
আওয়ামীলীগের সভা-সমাবেশ ছাড়াও অবসর সময়েও গ্রামের বিভিন্ন বাজারে-হাটে এই নৌকা আর বঙ্গবন্ধু কন্যার ছবি মাথায় নিয়ে ঘুরি। এটি করতে আমার থেকে সত্যিই ভালো লাগে। এর জন্য দল থেকে আমার কোনো চাওয়া নেই। তারপরেও দল থেকে যদি আমার জন্য কোনো সহযোগিতা করেন তাহলে আমি ও আমার পরিবার খুশি হবো।
আব্বাস নামের এক আওয়ালীগ কর্মী জানান, তাকে বিভিন্ন সময় দলীয় প্রোগ্রামসহ হাট-বাজারে দেখি। এতে করে নিজেদের থেকেও ভালো লাগে। সেলিম খাঁ তার এ কর্মের জন্য দল থেকে কখনও সহযোগিতা চাননি। তারপরেও যদি দল থেকে তাকে সহযোগিতা করা হয়, তাহলে সেলিম খাঁ’র মনে আত্মতৃপ্তি মিলবে।
বিভাগের খবর, ভোলা