৮ িনিট আগের আপডেট বিকাল ১২:২৩ ; সোমবার ; ডিসেম্বর ১১, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

‘আওয়ামী লীগের নেতৃত্বে পাকিস্তানের সংবিধান রচিত হয়েছিল’

বরিশালটাইমস রিপোর্ট
৮:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৬

বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন আওয়ামী লীগের নেতৃত্বে পাকিস্তানের সংবিধান রচিত হয়েছিল। মঙ্গলবার (০৪ অক্টোবর) সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ হলো সেই দল, যে দলের নেতা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল। শুধু বাংলাদেশ স্বাধীন নয়, এই আওয়ামী লীগের নেতৃত্বে পাকিস্তানের সংবিধান রচিত হয়েছিল।’

তিনি বলেন, ‘১৯৫৬ সালের আগ পর্যন্ত পাকিস্তানের কোনো সংবিধান ছিল না। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে যখন আওয়ামী লীগ পাকিস্তান কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় ছিল তখন পাকিস্তানের সংবিধান রচনা করেছিল।’

ওই সময় আওয়ামী লীগের নেতৃত্বে ২১ ফেব্রুয়ারিকে ‘শহীদ দিবস’ ঘোষণা করা হয়েছিল বলে উল্লেখ করেন হাছান মাহমুদ।

এর আগে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং প্রচার ও প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক এইচ টি ইমামের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য অসীম কুমার উকিল, মারুফা আক্তার পপি প্রমুখ।

বৈঠকে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের স্লোগান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এবারের সম্মেলনের স্লোগান হলো-‘শেখ হাসিনার নেতৃত্ব উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে দুর্বার, এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার।’

সম্মেলন উপলক্ষে করা চটের ব্যাগ ও ক্যাপ দেখানো হয় বৈঠকে। ব্যাগের একপাশে লেখা রয়েছে সম্মেলনের স্লোগান ও অন্যপাশে রয়েছে-আল্লাহ সর্বশক্তিমান, জয়বাংলা ও জয় বঙ্গবন্ধু। ২০তম জাতীয় সম্মেলন ২০১৬। বাংলাদেশ আওয়ামী লীগ।

এ ব্যাগে সম্মেলন উপলক্ষে প্রকাশিত বিভিন্ন প্রকাশনা ও পানির বোতল এবং ডায়বেটিকস আক্রান্ত রোগীদের কথা বিবেচনা করে দুটি চকলেট থাকবে বলে জানান হাছান মাহমুদ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ধন্যবাদ জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির এ নেতা বলেছেন বিএনপির সামনে কঠিন পথ। এ কথা আমরা অনেক দিন ধরে বলে আসছি। তিনি (গয়েশ্বর) আজ সত্য কথা বলেছেন। তিনি মনের অজান্তে অনকে সত্য কথা প্রকাশ করে দেন। এ জন্য তাকে ধন্যবাদ জানাই।’

রাজনীতির খবর

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  খিচুড়ি খাওয়া নিয়ে নৌকা প্রার্থীর উঠান বৈঠকে সংঘর্ষ, আহত ৫  কলাপাড়ায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দুই জেলে আহত  মহাখালীতে পেট্রোল পাম্পে বিস্ফোরণ : এক এক করে তিনজনের মৃত্যু  বরিশালে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু  নির্বাচনে সেনা মোতায়েন : সেনাবাহিনীর সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসছে ইসি  বিএনপির অফিস এখন নৌকার নির্বাচনী কার্যালয়  ঢাবির ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন করবেন যেভাবে  বরিশালে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু  ইসির নির্দেশে ব্যানার–ফেস্টুন মুক্ত বরিশাল নগরী  সমালোচনার পর আইনি বিপাকে বলিউডের ৩ তারকা