আগৈলঝাড়া: বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগ নেতাকে হত্যার উদ্যেশে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখে যুবলীগ নেতা ও তার ক্যাডার বাহিনীর সদস্যরা। মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, উপজেলা রতœপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অবনী সরকার (৫০)’র সাথে দীর্ঘদিন ধরে একই বাড়ির শ্যামল সরকার ও অমল সরকারের সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে।
এ ছাড়াও তার এলাকায় রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে বলে জানান অবনীর পরিবার। বৃহস্পতিবার রাত নয়টার দিকে রতœপুর ইউনিয়ন পরিষদ থেকে তিনি একা বাড়ি আসার সময় মোহনকাঠী গ্রামের জাঙ্গালের ব্রীজ এলাকায় পৌছলে ওই ইউনিয়নের যুবলীগ সাধারণ সম্পাদক সুন্দরগাঁও গ্রামের সাহাবুদ্দিন হাওলাদারের ছেলে আবু সাইয়েদ নূর উদ্দিনের নেতৃত্বে ৪-৫জনের একটি ক্যাডার বাহিনী অবনীকে হত্যার উদ্যেশ্যে অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাকে কুপিয়ে মারাত্মক জখম করে রাস্তায় পাশে ফেলে যায়।
রাস্তা দিয়ে পথচারিরা যাওয়ার সময় মুমুর্ষ অবস্থায় অবনীকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তার পরিবার থেকে মামলার প্রস্তুতি চলছে।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর