গত বছর প্রকাশ পায় আকাশের একক অ্যালবাম ‘সঙ্গী হবি আয়’। গানটি বেশ জনপ্রিয় হয়। তারই ধারাবাহিকতায় আসছে আকাশের নতুন গান ‘চোখ পারে না চোখ ফেরাতে’।
কক্সবাজারের মনোরোম লোকেশনে নির্মিত হয়েছে গানটির ভিডিও। নির্মাণ করেছেন লতা আচারিয়া। এতে মডেল হিসেবে দেখা যাবে আরফান অনিক এবং সুস্মিতাকে।
গানটি প্রসঙ্গে আকাশ বলেন, “চোখ পারে না চোখ ফেরাতে’ একটি প্রেমের গান। আমি আমার সবোর্চ্চ গায়কী দিয়ে গাওয়ার চেষ্টা করেছি। আর ভিডিওটিও নির্মাণ করা হয়েছে গানের গল্পে। আশা করছি গানটির অডিও এবং ভিডিও সবার ভালো লাগবে।”
গানটি প্রকাশ করছে ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস)। তাদের ইউটিউবের পাশাপাশি গানটি শোনা যাবে ডিএসএম এর ওয়েব সাইট, জিপি মিউজিক, ইয়ন্ডার মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
বিনোদনের খবর