বরিশাল: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরিশালসহ চারটি রুটে বিশেষ মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। বুধবার (৩১ আগস্ট) সংস্থার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। রুটগুলোর মধ্যে রয়েছে যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল।
এতে বলা হয়েছে- যাত্রীরা ৭ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বরিশাল, যশোর, সৈয়দপুর ও রাজশাহী থেকে ঢাকায় ভ্রমণ করতে পারবেন মাত্র ১৮৮৮ টাকায়। এছাড়া ১৩ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর থেকে ঢাকা থেকে যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে ভ্রমণ করতে পারবেন মাত্র ১৮৮৮ টাকায়।’
যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে ঈদের পূর্বে যশোর ও সৈয়দপুর রুটে ৮ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত নিয়মিত শিডিউল ফ্লাইটের পাশাপাশি প্রতিদিন অতিরিক্ত ১টি করে ফ্লাইট পরিচালনা করা হবে।
এছাড়া বরিশাল ও রাজশাহী রুটে নিয়মিত শিডিউল ফ্লাইটের পাশাপাশি যথাক্রমে ৯ ও ১০ সেপ্টেম্বর অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা হবে।
ঈদের পরে যশোর রুটে ১৬ ও ১৭ সেপ্টেম্বর এবং কক্সবাজার রুটে ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত নিয়মিত শিডিউল ফ্লাইটের পাশাপাশি প্রতিদিন একটি করে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা হবে।
টাইমস স্পেশাল, বরিশালের খবর