আখ চাষে স্বাবলম্বী হচ্ছেন দশমিনার চাষিরা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দক্ষিণাঞ্চলের পটুয়াখালী জেলার দশমিনায় আখ চাষের এবার বাম্পার ফলন হয়েছে। এই উপজেলার বিভিন্ন ইউনিয়নে আখ চাষ করে কৃষকরা সফলতা পেয়েছে।
বর্তমানে দক্ষিণাঞ্চলে এ উপজেলায় আখের ফলন বেশী হওয়ায় কৃষকরা আখ চাষে অধিক আগ্রহ দেখাচ্ছেন। অত্র উপজেলার মাটি নদ-নদী দ্বারা বেষ্টিত থাকায় যে কোন ফসল চাষাবাদের জন্য বেশ উপযোগী।
রনগোপালদী গ্রামের কৃষক মো. আদু মিয়া (৪০) বলেন, সংসার খুব অনটনে তাই পরিবারের সকলের খরচ যোগাতে লাভের আশায় নিজে নিজেই ১০১৯-২০ সালের দিকে আখ চাষে মনোযোগী হই। প্রথমবারই লাভ হওয়ায় চাষাবাদ অব্যাহত রেখেছি। এ বছর ৪০ শতাংশ জমিতে বর্তামানে তার ক্ষেতে প্রায় সাড়ে পাঁচ হাজার আখ আছে বাজারে ইতি মধ্যেই কিছু আখ বিক্রি করা হয়েছে।
একই গ্রামের রবিউল বয়াতী (৪২) বলেন, দীর্ঘ ৬ বছর ধরে আখ চাষ করে থাকি, এ বছর প্রায় ৯০ শতাংশ জমিতে আখ চাষে এক লাখ টাকার মতো খরচ হয়েছে বর্তমানে তিনি ৩ লাখ টাকা বিক্রির আশা করছেন।
তিনি আরো বলেন, টাটকা রসালো আখ দাম ভালো পাওয়া যাবে এলাকায় পিপাসুদের চাহিদা মিটিয়ে পদ্মা সেতু দিয়ে ৬ ঘণ্টায় মধ্যে ঢাকায় মহাজনদের কাছেও সরবরাহ করা যাবে এবং উপজেলা কৃষি অফিস থেকে সহযোগিতা পেলে আখ চাষে আরো লাভবান থাকব।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু জাফর আহম্মেদ বলেন, ভৌগোলিক কারণে দশমিনায় বিভিন্ন ফসলসহ আখ চাষ উপযোগী তাই দিন দিন উপজেলায় বাড়তি লাভের আশায় আখ চাষে ঝুঁকছে অনেক কৃষক। এবছর উপজেলায় প্রায় ৭০ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে।
চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে। আখ চাষে উদ্যোগী কৃষকদের কৃষি দপ্তর থেকে সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, নতুন আখ চাষিদের জন্য উপজেলা কৃষি দপ্তর থেকে তাদেরকেও পরামর্শ দেয়া হবে।
পটুয়াখালি, বিভাগের খবর