গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন- ‘বাংলাদেশে সরকার ও সরকারদলীয় লোকের বাইরে কারও গণতন্ত্র নেই। বর্তমানে দেশে রাজনৈতিক পরিস্থিতি তীব্র সংকটের মুখে রয়েছে। সংঘাত বার বার ফিরে আসছে। যারা ক্ষমতায় আছেন তারাই এই সংকট তৈরি করেছেন।’
শনিবার বিকালে (২৯ সেপ্টেম্বর) গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।
বরিশাল নগরীর কীর্তনখোলা মিলনায়তনের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় তিনি আরও বলেন- ‘আগামীতে কেউ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে তার কোনও নিশ্চয়তা নেই। বরং রয়েছে সংশয়। আমরা বারবার সরকারকে সংযত হওয়ার আহ্বান জানাচ্ছি। কিন্তু সরকার সে পথে হাঁটছে না। গণতন্ত্র উদ্ধারের জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সাকি।’
গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নিলুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদ সদস্য হাসান মারুফ রুমি ও কেন্দ্রীয় সদস্য আমজাদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা শাখার সদস্য সচিব হারুনুর রশিদ মাহমুদ।’
শিরোনামবরিশালের খবর