বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৫:১৩ অপরাহ্ণ, ১৬ মার্চ ২০১৭
বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন- ২০১৯ সালের ২৯ জানুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচন বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনেই হবে। আর নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।
বিএনপি যত কথাই বলুক তারা নির্বাচনে আসবে। বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোলার লালমোহন হাই স্কুল মাঠে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ‘লার্নিং অ্যান্ড আর্নিং মেলা’ উদ্বোধনকালে বাণিজ্য মন্ত্রী এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। তার স্বপ্ন আজ বাস্তব। ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পূর্তীতে উন্নত ও মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ। যার বড় প্রমাণ আজ লালমোহনে বসে তরুণ সমাজ লার্নিং অ্যান্ড আর্নিং এর মাধ্যমে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন- প্রত্যন্ত গ্রামের এক জন ছেলে মেয়ে ভবিষৎ ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য সুযোগ্য ডিজিটাল নাগরিক হিসেবে যেন গড়ে উঠতে পারে। তারা যেনো বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় কোম্পানিতে আউট সোর্সিং করতে পারে সেই ভাবে আমরা আমাদের কর্মসুচি গ্রহণ করেছি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, স্থানীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন। মেলায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ৩০টি স্টল অংশগ্রহণ করে।
বিকালে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ লালমোহন সরকারি কলেজ মাঠে ভোলা জেলা পরিষদ ও লালমোহন পৌরসভার সারে তিন কোটি টাকা অর্থায়নে নির্মিত সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক উদ্বোধন করবেন এবং সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।