বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব কমিয়ে আনার জন্য কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে আগামী দিনগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো প্রসার ঘটবে। শনিবার সকালে শিল্পকলা একাডেমির হল রুমে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে এক আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। ভোলার পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন সভায় সভাপতিত্ব করেন।
তোফায়েল আহমেদ বলেন, আগামী সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনে হবে। এ সরকার অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে; নির্বাচন কমিশনকে সাহায্য করবে। এছাড়া নির্বাচনী আইন হবে অত্যন্ত যুগোপযোগী। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী রোহিঙ্গা জনগোষ্ঠীকে যেভাবে বুকে টেনে নিয়ে আশ্রয় দিয়েছেন। এতে বিশ্ব আজ মুগ্ধ। সবাই তার প্রশংসা করছে।
তিনি বলেন, ভোলাতে এখন ১ পয়েন্ট ২ ট্রিলিয়ন গ্যাস রয়েছে। আরো একটি গ্যাসকূপ খননের কাজ শুরু হবে। আশা করা হচ্ছে এখান থেকে আরো ৭০০ বিলিয়ন গ্যাস পাওয়া যাবে। এতে করে জেলায় গ্যাসের মজুত হবে ২ ট্রিলিয়ন। ফলে ভোলায় অনেক শিল্প-কল-কারখানা স্থাপন হবে। মন্ত্রী বলেন, গ্রামের মানুষ এখন অনেক ভালো আছে। তাদের জীবনমান পূর্বের চেয়ে উন্নত হয়েছে। ভোলায় নদী ভাঙন বন্ধে ব্যাপক কাজ হওয়ায় আগের মত আর নদী ভাঙে না।
ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণের জন্য ৪০ কোটি টাকা ব্যায়ে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। এই সেতুটি স্থাপন হলে ভোলা আর বিচ্ছিন্ন জেলা থাকবে না বলে তিনি উল্লেখ করেন। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহা. সেলিম উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পৌর মেয়র মনিরুজ্জামান, কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার মোসায়েদপ্রমুখ। এর আগে জেলা পুলিশের আয়েজনে পুলিশ সুপার কার্যালয় সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে শেষ হয়।
শিরোনামভোলা