বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৩ অপরাহ্ণ, ২৭ অক্টোবর ২০২৪
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী দু’গ্রুপে বিভক্ত হয়ে পৃথক পৃথক স্থানে পালন করা হয়েছে। এবিষয়ে যুবদলের দুইগ্রুপের নেতারা অবস্য আলাদা-আলাদা বক্তব্য দিয়েছে।
দলীয় ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বরিশালের আগৈলঝাড়ায় বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছে বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি এম জহির উদ্দিন স্বপন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগের দায়িত্ব থাকা)আকন কুদ্দুসুর রহমান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান ও এ্যাড.কামরুল ইসলাম সজল।
গতকাল রোববার যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়া যুবদলের নেতৃবৃন্দ দুই গ্রুপে আলাদা আলাদা ভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে দেখা গেছে।
বিএনপি’র চেয়ারপার্সণ খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি এম জহির উদ্দিন স্বপনের অনুসারি আগৈলঝাড়া উপজেলা যুবদলের সিনিয়ন যুগ্মআহবায়ক মো.হাবিব মুন্সী।
তার সভাপতিত্বে উপজেলা সদরের কেজি স্কুলের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা শেষে একটি আনন্দ র্যালী হয়। ওই সভায় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাইয়েদুল আলম খান সেন্টু, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, বিএনপি’র সিনিয়র যুগ্ন-আহবায়ক হাফিজুর রহমান সিকদার, যুগ্ন-আহবায়ক শাহ মোহাম্মাদ বখতিয়ার, আবুল মোল্লা, সামচুল হক খোকনসহ প্রমুখ।
অন্যদিকে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, এ্যাড. কামরুল ইসলাম সজলের অনুসারি উপজেলা যুবদলের আহবায়ক শোভন রহমান মনিরের নেতৃত্বে দিবসটি পাল করা হয়।
সকালে বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লান্টু, উপজেলা বিএনপি’র সাবেক সংগঠনিক সম্পাদক ডাঃ মো.মাহাবুবুল ইসলাম, আরিফ হোসেন ফিরোজ, জেলা যুবদলের সদস্য হেমায়েত তালুকদার, সালমান হাসান রিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম শিপন, উপজেলা শ্রমিকদলের আহবায়ক কামরুল ইসলাম জুয়েলসহ প্রমুখ। এব্যাপারে উপজেলা যুবদলের সিনিয়র আহবায়ক মো.হাবিব মুন্সী সাংবাদিকদের বলেন, কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি’র নেতা-কর্মীদের সমম্বয়ের অভাবে আলাদা কর্মসূচী পালন করতে হচ্ছে।
এব্যাপারে উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম শিপন বলেন, উপজেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি সভায় উপজেলা যুবদলের সিনিয়র আহবায়ক মো.হাবিব মুন্সীকে বলা হলেও সে সভায় আসেনি। সে তার ইচ্ছেমত কাজ করেছে।
এটা ঠিক হয়নি। আগৈলঝাড়ায় দুর্বৃত্তদের চেতনা নাশক স্প্রে একই পরিবারে ৯ জন অজ্ঞান আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় ঘরের মধ্যে চেতনা নাশক স্প্রে করে একই পরিবারের ৯ জনকে অজ্ঞান করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় উদ্ধার করে ৮ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিন বাগধা গ্রামের কুয়েত প্রবাসী দেলোয়ার হোসেন দিলীপ বাহাদুরের নিজ বাড়ির দ্বিতল ভবনের নিচ তলার প্রথম রুমে স্ত্রী শাহানাজ বেগম (৪৩), মেয়ে নাফিজা আক্তার (১৭) ও নুশরাত আক্তার (৮), দ্বিতীয় রুমে শ^শুর মাজেদ আকন (৮০), তৃতীয় রুমে ভাতিজা হৃদয় বাহাদুরের স্ত্রী আয়শা বেগম (২৪) প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরে। রাতের কোন এক সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তিনটি রুমেই জানালা দিয়ে চেতনা নাশক স্প্রে করে।
এতে ওই কক্ষগুলোতে থাকা সবাই অজ্ঞান হয়ে পরে। তারা শনিবার সকালে ঘুম থেকে না উঠলে ভবনের দ্বিতীয় তলায় বসবাস করা ভাতিজা গিয়াস উদ্দিন বাহাদুরের স্ত্রী দোয়েল বেগম (২৭) তারা ঘুম থেকে না ওঠায় ওই কক্ষে প্রবেশ করলে সকলকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে নিজেই অজ্ঞান হয়ে পরে।
ভবনের অন্য একটি কক্ষে থাকা মুক্তি বেগম (২৬) সকলকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে ভাতিজা গিয়াস ও ভাই এচাহাক বাহাদুরসহ স্থানীয়রা এসে অজ্ঞান অবস্থায় দেলোয়ার হোসেন দিলীপ বাহাদুরের স্ত্রী শাহানাজ বেগম (৪৩), মেয়ে নাফিজা আক্তার (১৭), নুশরাত আক্তার (৮), নাতী জিম বাহাদুর (১২), তায়েবা আক্তার (১০), শ^শুর মাজেদ আকন (৮০), পুত্রবধূ আয়শা বেগম (২৪), দোয়েল আক্তার (২৭), মুক্তি বেগম (২৬)সহ ৯জনকে উদ্ধার করে গুরুতর অবস্থায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দেলোয়ার হোসেন দিলীপ বাহাদুর ২৮ বছর ধরে কুয়েত প্রবাসী।
তার দ্বিতল ভবনে ১৪টি কক্ষে দুই ভাইয়ের ২৫ সদস্যের পরিবার বসবাস করে আসছেন। এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউর রহমান বলেন, একই পরিবারের ৯ জন অজ্ঞানের ঘটনা আমাদের জানা নেই। তারা অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।