আগৈলঝাড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কমিটি অনুমোদন
পলাশ দত্ত, আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধিঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমুল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও গতিশীল করতে দক্ষিন বাংলার আওয়ামী রাজনীতির একমাত্র অভিবাবক, মন্ত্রী মর্যাদায় পাবর্ত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, বরিশাল-১ আসনের এমপি আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ’র পরামর্শ ও নির্দেশ ক্রমে তাঁর নিজ এলাকা বরিশালের আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছা সেবকলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
১০ অক্টোবর সোমবার সন্ধ্যার পরে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দর উপস্থিতিতে কমিটি ঘোষণা করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ শিকদার ও সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত স্বাক্ষরিত উপজেলার পাঁচটি ইউনিয়নে অনুমোদিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককেরা হলেন রাজিহার ইউনিয়নে সভাপতি মো. ফকরুল ইসলাম মানুন ও সাধারণ সম্পাদক পলাশ কর্মকার।
বাকাল ইউনিয়নে পঙ্কজ বৈষ্ণব সভাপতি ও হেমায়েত শিকদার সাধারণ সম্পাদক, বাগধা ইউনিয়নে যাকোব বাড়ৈ সভাপতি ও মোর্শেদ তালুকদার সাধারণ সম্পাদক, রতœপুর ইউনিয়নে অরবিন্দু বিশ^াস সভাপতি ও মিজানুর রহমান সাধারণ সম্পাদক এবং গৈলা ইউনিয়নে রফিকুল ইসলাম রবিন সভাপতি, কুদ্দুস সরদার সাধারণ সম্পাদক ও রমেন মন্ডলকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তালিকা অনুমোদন করেছেন।
এর আগে সর্বশেষ চলতি বছরের ১২ জানুারী ফিরোজ শিকদারকে সভাপতিদ ও গোলাম নবী সেরনিয়াবাতকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন করেছিল বরিশাল জেলা কমিটি।
বরিশালের খবর, বিভাগের খবর