বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করে পুলিশে দিলেন ইউপি চেয়ারম্যান। গত শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার ৪ নম্বর গৈলা ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন তাদের পুলিশে তুলে দেন।
স্থানীয় সূত্র জানিয়েছে- গৌরনদী উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের মজিবর খানের ছেলে ইয়াবা ব্যবসায়ি নয়ন খান (২৭), আগৈলঝাড়ার গৈলা গ্রামের সেকেন্দার সরদারের ছেলে মাসুম সরদার (৩০) এবং একই গ্রামের আমীন উদ্দিন হাওলাদারের ছেলে সেলিম হাওলাদারকে (৫০) ৩০ পিস ইয়াবাসহ এলাকার লোকজন আটক করেন।
এই বিষয়টি ইউপি চেয়ারম্যানকে অবহিত করলে তিনি এসে তাদের পুলিশে তুলে দেন।
আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বরিশালটাইমসকে জানিয়েছেন- আটকদের শনিবার সকালে একটি মামলা গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেন। আদালতের বিচারক ওই তিনজনকে কারাগারে প্রেরণ করেছেন বলে জানিয়েছেন এসআই।”
শিরোনামবরিশালের খবর