৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

আগৈলঝাড়ায় গনেশ পাগলের মন্দিরের ৫টি প্রতীমা ভাঙচুর

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:০৭ অপরাহ্ণ, ০৪ জুন ২০১৭

বরিশালের আগৈলঝাড়ায় মন্দিরের ৫টি বিগ্রহ ভাঙচুর করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে ওই হিন্দু প্রধান এলাকার সাধারণ লোকজনের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল-বাহাদুরপুর সড়কের পাশে আমবাড়ি নামক স্থানে হিন্দু প্রধান এলাকায় গনেশ পাগলের মন্দির স্থাপন করে দীর্ঘ ১০বছর ধরে অনুষ্ঠান করে আসছেন স্থানীয়রা। শনিবার (০৩ জুন) রাত ১০টা পর্যন্ত স্থানীয়রা গনেশ পাগলের মন্দির প্রাঙ্গনে গনেশ পাগলের বার্ষিক অনুষ্ঠান করেছেন।

অনুষ্ঠান শেষে স্থানীয় লোকজন মন্দিরে দুটি তালা দিয়ে সবাই বাড়িতে চলে যান। গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মন্দিরের দরজা ভেঙে রাধা গোবিন্দ, রাধা কৃষ্ণ, পাগল চাঁন, হরিচাঁদ ঠাকুর ও মন্দিরের বাহিরে বটতলার গনেশ পাগলের বিগ্রহ ভাঙচুর করে। রোববার (০৪ জুন) সকালে মন্দিরের সেবায়েত আলোমতি এসে বিগ্রহ ভাঙচুর দেখে সবাইকে সংবাদ দেয়।

রোববার সকালে সার্কেল এএসপি মো. রেজাউল করিম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় ওই হিন্দু প্রধান এলাকায় সাধারন লোকজনের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বরিশালটাইমসকে জানান, মন্দির কর্তৃপক্ষকে থানায় লিখিত অভিযোগ দেয়ার জন্য বলা হয়েছে। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’’

15 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন