বরিশালের আগৈলঝাড়ায় অপহরনের প্রায় দুই মাস পর অপহৃতা স্কুল ছাত্রী উদ্ধার। অপহৃতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার ভালুকশী গ্রামের আক্কাস আলী মোল্লার মেয়ে ও ভালুকশী মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী আরজু আক্তারকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রায়ই উত্তক্ত করে আসছিল একই গ্রামের আবুল হোসেন বেপারীর ছেলে জহিরুল ইসলাম।
আরজু প্রেমে সারা না দেয়ায় গত ১০আগষ্ট আরজু স্কুলে যাবার পথে একটি মাইক্রোবাসে তাকে জোর করে তুলে নিয়ে যায় জহিরুল ও তার লোকজন। এঘটনায় আরজুর মা শিউলী বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে পাঁচ জনের বিরুদ্ধে মামলা করলে আদালত থানাকে অভিযোগ এজাহার হিসেবে নেয়ার নির্দেশ দেন।
ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল হক বৃহস্পতিবার সন্ধ্যার পর ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকা থেকে অপহৃতা আরজুকে উদ্ধার করেন। শুক্রবার অপহৃতার ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর