বরিশালের আগৈলঝাড়া উপজেলায় নেশার টাকার জন্য মা ও বোনকে মারধর করার অপরাধে মাসুম মোল্লা (২৬) নামে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট আশ্রাফ আহমেদ রাসেল এই দণ্ড দেন।
সাজাপ্রাপ্ত মাসুম মোল্লা উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের মৃত আফসের মোল্লার ছেলে।
পুলিশ জানিয়েছে- রোববার সকালে মাসুম মোল্লা তার মা হাওয়া বেগমের কাছে নেশার টাকা দাবি করেন। সেই টাকা দিতে তার মা অপরাগতা প্রকাশ করলে ঘরের মালামাল ভাঙচুর করে। একপর্যায়ে মা হাওয়া বেগম ও বোন রাশেদা বেগমকে মারধর করে আহত করেন।
পরে স্থানীয়রা বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ গিয়ে নেশাখোর মাসুম মোল্লাকে গ্রেফতার করে।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশ্রাফ আহমেদ রাসেলের আদালতে হাজির করা হয়। সেখানে আদালতের বিচারক মাসুম মোল্লাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড রায় প্রদান করেন। যার প্রেক্ষিতে তাকে বরিশাল জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’’
শিরোনামবরিশালের খবর