বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, ২৬ নভেম্বর ২০১৭
বরিশালের আগৈলঝাড়ায় গার্লস নট ব্রাইড্স বরিশাল জোটের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে যুব প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ নভেম্বর) শিক্ষার্থীদের সাইকেল র্যালির মধ্যদিয়ে এ প্রচারাভিযান শুরু হয়। ব্র্যাকের জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি প্রোগ্রাম ও যৌন প্রজনন স্বাস্থ্য বিষয়ে মেয়েদের ক্ষমতায়নের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধকরণ প্রকল্পের সহযোগিতায় উপজেলার রাজিহার মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ দিনব্যাপী সতেচতনামূলক যুব প্রচারাভিযানে অংশ নেয় পাঁচ শতাধিক শিক্ষার্থী।
বাল্যবিবাহকে লাল কার্ড দেখিয়ে এবং গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে বাল্যবিয়েকে ‘না’ বলার শপথ গ্রহণ করে তারা। এ উপলক্ষে সকালে ওই বিদ্যালয় ক্যাম্পাস থেকে ছাত্র-ছাত্রীদের সাইকেল র্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্কুল প্রাঙ্গণে শেষ হয়।
এছাড়া বাল্যবিবাহ ঠেকিয়ে যেসব শিশু শিক্ষার্থী সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদের জীবনী নিয়ে স্কুল কক্ষে অনুষ্ঠিত প্রদর্শনী শেষে গার্লস নট ব্রাইড্সের গ্লোবাল ইয়ূথ অ্যাডভোকেট সোহানুর রহমানের পরিচালনায় বাল্যবিবাহর উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জল কুমার মন্ডলের সভপতিত্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনায় অংশ নেন বরিশাল ব্র্যাকের লার্নিং সেন্টারের অপারেশন ম্যানেজার সুকুমার মজুমদার, সামাজিক ক্ষমতায়ন জেলা কর্মসূচি ম্যানেজার কালা চাঁদ দাস অসিত, গার্লস নট ব্রাইডস বরিশাল জোটের সদস্য সংগঠন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আঞ্চলিক সমন্নয়ক মেহের আফরোজ মিতা, বাংলাদেশ মডেল ইয়ূথ পার্লামেন্টের চেয়ারপার্সন ফিরোজ মোস্তফা, রামানন্দের আক, রাংতা ও বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, আগৈলঝাড়া থানার এসআই শাহনুর প্রমুখ।
বরিশাল যেহেতু দেশের একটি অন্যতম বাল্য বিবাহ প্রবণ জেলা তাই তরুণ ছাত্রছাত্রীদের মাঝে সচেতনতা সৃষ্টির মাধ্যমেই বাল্যবিবাহ প্রতিরোধ অনেকখানেই সম্ভব বলে বক্তারা উল্লেখ করেন। তারা এসময় যৌন প্রজনন স্বাস্থ্য বিষয়ে মেয়েদের ক্ষমতায়নের গুরুত্বারোপ করেন।
কুইজ বিজয়ীদেরকে পুরস্কার প্রদান, বাল্যবিবাহের উপর নাটিকা পরিবেশন ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অধিবেশনের সমাপ্তি হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি প্রোগ্রাম সেক্টর স্পেশালিস্ট সুবর্ণা খাতুন ও বাংলাদেশ মডেল ইয়ূথ পার্লামেন্টের সংগঠক যুবায়ের ইসলাম।’’