নিজস্ব প্রতিবেদক, আগৈলঝাড়া:: বরিশালের আগৈলঝাড়া উপজেলার কাঠিরা গ্রামের সুমন বাড়ৈ ঢাকা যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। জানা গেছে, উপজেলা গৈলা ইউনিয়নের কাঠিরা গ্রামের মৃত. গনেশ বাড়ৈর ছেলে সুমন বাড়ৈ মঙ্গলবার সকালে মোটরসাইল যোগে ঢাকা রওনা হন। যাওয়ার পথে বরিশাল-মাওয়া-ঢাকা সড়কের শিবচর বাসস্ট্যান্ডে বসে তাদের মোটরসাইকেল বাসের সাথে ধাক্কা লাগলে সুমন বাড়ৈ ছিটকে পাকা সড়কে পড়েন। এতে তার প্রচুর রক্তক্ষরণ হলে তাকে প্রথমে ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়েছে। বরিশালের খবর, বিভাগের খবর