বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছে। এ দুর্ঘটনাটি ঘটেছে উপজেলার পয়সারহাট এলাকায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আগৈরঝাড়া উপজেলার উত্তর বড় মগড়ার বড়াবাড়ি গ্রামের অনিল বাড়ৈর ছেলে হরেন বাড়ৈ (৫৫) গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর পয়সারহাট বন্দর থেকে বাজার করে পায়ে হেটে বাড়ি ফিরছিলেন।
পথিমধ্যে আগৈলঝাড়া-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পয়সারহাট ব্রিজের ঢালের পূর্বপাড়ে পৌঁছালে একটি বাইসাইকেল পিছন থেকে তাকে ধাক্কা দিলে পাশের ড্রেনের ওপর ছিটকে পড়ে যায়।
সাইকেলচালক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে আশঙ্কাজনক অবস্থায় ওই রাতেই হরেনকে বরিশল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। এরপরে শেবাচিম হাসপাতালে তাকে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক হরেনকে মৃত ঘোষণা করেন।