আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’, ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ বাংলাদেশের খুলনা অঞ্চলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। বুধবার (১৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম (জিএফএস) এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়, বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন সমুদ্র এলাকায় ইতোমধ্যে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। সেটি আরো ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এখন পর্যন্ত ঘূর্ণিঝড়টি খুলনা বিভাগ দিয়েই অতিক্রম করবে বলে আভাস পাওয়া যাচ্ছে। যদি খুলনায় আঘাত হানে, তাহলে ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত।
তবে কিছুটা পূর্বদিকে সরে গিয়ে ঘূর্ণিঝড়টি যদি পুরোপুরি খুলনা ও বরিশাল অঞ্চলে আছড়ে পড়ে, সেক্ষেত্রে ঘূর্ণিঝড়টির গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়।
জিএফএস জানিয়েছে, ২২ থেকে ২৩ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড়টি শক্তি অর্জন করতে পারে। এর ফলে দেশের অনেক জায়গায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৫ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে।
শিরোনামজাতীয় খবর