নানা রকম কায়দায় চুরির খবর শোনা যায়। তবে চুরির নতুন এক ধরন আবিষ্কার করেছেন এই ব্যক্তি। রাতের অন্ধকারে পিচঢালা রাস্তা চুরি করেছেন তিনি।
সকাল ঘুম থেকে উঠে কাজে বের হতে গিয়েই গ্রামের লোকজন বিষয়টি জানতে পারে। সেই দৃশ্য তাদের বিশ্বাসই হচ্ছিল না। কারণ, বাড়ির সামনের রাস্তা যে একেবারে গায়েব হয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে চীনের সানকেসু নামক গ্রামে। সেখানে রাতারাতি প্রায় আটশ মিটার রাস্তা চুরি হয়ে গেছে। পরে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ তদন্ত করে জু ডাগ নামক এক ব্যক্তিকে আটক করে।
জানা গেছে, আগের দিন রাতে ওই গ্রামে জু একটি গাড়ি নিয়ে আসেন। তার পরেই মেশিনের সাহায্যে রাস্তার প্রায় আটশ মিটার কংক্রিট তুলে নেন তিনি।
পরে ওই কংক্রিট বাজারে চড়া দামে বিক্রি করেছেন তিনি। জু পুলিশকে বলেছেন, মোট পাঁচশ টন কংক্রিট প্রায় ৫১ হাজার টাকায় বিক্রি করেছেন তিনি।
সেই ঘটনা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগের মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে।”
বিশেষ খবর