আজ জি-সেভেন শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাতে কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
সেখানে কুইবেকের গভর্নরের নৈশভোজে অংশ নেন তিনি। সম্মেলনে সাত সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, ইতালি, ফ্রান্স ও জার্মানির কাছে রোহিঙ্গা ইস্যুতে সহায়তা চাইবেন শেখ হাসিনা। রোববার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক। সেখানে বাংলাদেশে বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোসহ বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর চৌধুরীকে ফেরানোর বিষয়টি আবারও সামনে আনবেন প্রধানমন্ত্রী।
একই দিনে তিনি মতবিনিময় করবেন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে। সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন কানাডার মিয়ানমার বিষয়ক বিশেষ দূত বব রে। চার দিনের সফর শেষে মঙ্গলবার রাতে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
জাতীয় খবর