বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০২:০০ অপরাহ্ণ, ৩০ সেপ্টেম্বর ২০১৭
ইলিশ মাছ ধরা বন্ধ হচ্ছে শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছ সংরক্ষণের জন্য এই ২২ দিন মাছ ধরা ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা অনুযায়ী, শনিবার রাত ১২টা থেকে ২২ অক্টোবর পর্যন্ত মা ইলিশসহ সব ধরনের ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ।
১৯৮৫ সালের মাছ রক্ষা ও সংরক্ষণ বিধি (প্রটেকশন অ্যান্ড কনজারভেশন ফিস রুলস, ১৯৮৫) অনুযায়ী ইলিশ মাছ ধরা নিষিদ্ধের এ সময় নির্ধারণ করেছে সরকার। এ সময় জাল ফেলা নিষেধ। এ ছাড়া এ সময়ে জেলে, মৎস্য ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয় ও বরফ উৎপাদন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
এই আদেশ অমান্য করে ইলিশ মাছ আহরণ ও বিক্রি করলে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড দেওয়া হবে। এ ২২ দিন ইলিশ রক্ষায় সাঁড়াশি অভিযান চালানো হবে প্রশাসনের পক্ষ থেকে।
এ ব্যাপারে জেলা ও উপজেলা মৎস্য দপ্তর, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌপুলিশ, থানা পুলিশ, এপিবিএনসহ বিভিন্ন টিম সার্বক্ষণিক নজরদারি করবে। কেউ আইন ভঙ্গ করলে তাকে আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।