২৯ িনিট আগের আপডেট রাত ৯:১৮ ; শনিবার ; সেপ্টেম্বর ৩০, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

আটক ছিনতাইকারীকে ছেড়ে দিল উজিরপুর পুলিশ

বরিশালটাইমস রিপোর্ট
৫:০১ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৬

উজিরপুর: বরিশালের উজিরপুরে সন্ধ্যারাতে পৌর এলাকায় ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে ৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক দুই ছিনতাইকারীর একজনকে গভীর রাতে ছেড়ে দিয়েছে উজিরপুর মডেল থানা পুলিশ। সোমবার সন্ধ্যা ৬টার দিকে উজিরপুর স্বাস্থ্য কমপে¬ক্স সংলগ্ন পৌর জনবহুল এলাকায় ঘটে যাওয়া ওই ঘটনার মুল হোতাকে এখনও আটক করতে পারেনি পুলিশ।’

এ ঘটনায় আহত ব্যবসায়ীর বড় ভাই জাহাঙ্গীর মিয়া বাদী হয়ে পৌর এলাকার সুলতান হাওলাদারের পুত্র তাওহীদ হাওলাদার (৩০) ও একই এলাকার শামসুল হক কসাইয়ের ছেলে জাহাঙ্গীর হাওলাদারসহ (২৮)  ৪ থেকে ৫ জনকে অজ্ঞাত আসামী করে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।’

অপরদিকে ওই ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযুক্ত চিহ্নিত ২ ছিনতাকারীকে আটক করে একজনকে আবার গভীর রাতে থানা থেকে ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় আটককৃত ২ ছিনতাইকারী ছিলেন, জাহাঙ্গীর হাওলাদার ও তার সহযোগী অনিক হোসেন (২৫)। তবে গ্রেফতারকৃত চিহ্নিত ছিনতাইকারী অনিক হোসেনকে শেষ বারের মত রাত সাড়ে ১১টায় উজিরপুর মডেল থানা হাজতে দেখা গেলেও সকালে তার দেখা মেলেনি।

অনুসন্ধানে পুলিশের একটি গোপন সূত্রে জানা যায়,ছিনতাইকারী অনিককে গভীর মোটা অংকের উৎকোচের বিনিময়ে ছেড়ে দেয়া হয়। অন্যদিকে আহত ব্যবসায়ী আবুল কালাম আজাদ (মানিক) গুরুতর অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উল্লেখ্য যে, সোমবার সন্ধ্যায় পৌর এলাকার বাসিন্দা আজাহার আলী মিয়ার পুত্র শিকারপুর বন্দরের রড-সিমেন্ট বিক্রির প্রতিষ্ঠান মক্কা বিল্ডার্সের মালিক ব্যবসায়ী আবুল কালাম আজাদ (মানিক) প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে মালামাল বিক্রির টাকা নিয়ে মোটর সাইকেলযোগে নিজ বাড়ি উজিরপুর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অতিক্রম করার প্রাক্কালে তার ওপর ৫ থেকে ৭ জন সন্ত্রাসী হামলা চালায়।

এক পর্যায়ে তার সাথে থাকা টাকার ব্যাগ সন্ত্রাসীরা ছিনিয়ে নিয়ে যায়। ওই ব্যাগের মধ্যে ৩ লক্ষ ৯৫ হাজার টাকা ছিল। আহত ব্যবসায়ী হামলাকারীদের মধ্যে ২ জনকে চিনতে পেরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। তাৎক্ষণিক থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন ও সহকারি উপ-পরিদর্শক (এএসআই) বেল্লাল হোসেন অভিযান চালিয়ে ছিনতাইকারী জাহাঙ্গীর হাওলাদার এবং অনিক হোসেনকে আটক করেন। কিন্তু আহত ব্যবসায়ীর দেয়া তথ্য অনুযায়ী প্রধান ছিনতাইকারী পৌর এলাকার সুলতান হাওলাদারের পুত্র তাওহীদ হাওলাদার (২৮) কে পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার বিষয়টির সত্যতা স্বীকার সন্ধ্যা রাতে জানান, এই ঘটনায় চিহ্নিত ২ ছিনতাইকারীকে আটক করা হয়েছে কিন্তু গভীর রাতে একজনকে ছেড়ে দেয়ার বিষয়ে সকালে জানতে চাইলে বলেন, তার বিরুদ্ধে এজাহার দেয়নি তাই তাকে ছেড়ে দেয়া হয়েছে। তাছাড়া এ ঘটনার মূল নায়কের পরিচয় নিশ্চিত হওয়া গেছে তাকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। সেই সাথে ছিনতাইয়ের ৪লাখ টাকা উদ্ধারে জোরতর চেষ্টা চলছে।’

খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর

আপনার ত লিখুন :

 

ই বিের ও সা
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  সন্ধ্যা রাতে বঙ্গবন্ধু উদ্যানে অস্ত্রের মহড়া, তিন কিশোরকে এলোপাতাড়ি কোপাল  দুই মাস সাতদিন পর দেশে এলো সৌদি প্রবাসী মুসার মরদেহ  বাকেরগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ  নির্বাচনে মার্কিনিদের হস্তক্ষেপ বন্ধের দাবিতে বিক্ষোভ  লালমোহনে বিনামূল্যে চিকিৎসা সেবা  উজিরপুরে যুবলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ৫  সোনার দাম আরও কমল  দীর্ঘ ১০ বছর পর কলাপাড়ায় যুবলীগের ত্রি-বার্ষিক সন্মেলন  বোরহানউদ্দিনে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত  বানারীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা লতিফ সরদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন