বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৫:৩২ অপরাহ্ণ, ০২ অক্টোবর ২০১৬
সার্জিক্যাল স্ট্রাইক’ চালানোর সময় পাকিস্তান বাহিনীর হাতে এক ভারতীয় সৈন্য ‘আটক’ হয়েছিল বলে পাকিস্তানি মিডিয়ায় যে খবর প্রকাশিত হয়েছে, সে সম্পর্কে পাকিস্তান কিছুই জানে না বলে জানিয়েছে। পাকিস্তান তো এখন পর্যন্ত ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর কথাই স্বীকার করেনি।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও জানিয়েছিলেন, তাদের এক সৈন্য ভুলক্রমে পাকিস্তানে ঢুকে পড়েছিল। তিনি তাকে ফেরানোর জন্য সম্ভব সবভাবে চেষ্টা চালাচ্ছেন বলেও জানিয়েছিলেন।
শনিবার পাকিস্তান সেনাবাহিনী তাদের ভারতীয় প্রতিপক্ষকে জানিয়েছে, তারা নিয়ন্ত্রণরেখা অতিক্রমকারী ভারতীয় সৈনিক চান্দু চৌহান (২২) সম্পর্কে কিছুই জানে না।
এর আগে ভারতী বাহিনী তাকে ছেড়ে দিতে পাকিস্তান সেনাবাহিনীকে অনুরোধ করেছিল।
দি নিউজসহ পাকিস্তানি মিডিয়ার খবরে বলা হয়, বুধবার ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের সময় ভারতের ৮ থেকে ১৪ সৈন্য নিহত হয়। ভারতীয়রা চলে যাওয়ার সময় তাদের লাশগুলোও ফেলে যায়। ওই সময়ই ভারতীয় সৈন্যটিকে আটক করা হয়েছিল।
সূত্র : হিন্দুস্তান টাইমস