বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০৬:১১ অপরাহ্ণ, ১৯ সেপ্টেম্বর ২০২৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বরিশাল রেঞ্জের আনসারের উপ মহাপরিচালকমোঃ ফখরুল আলম’কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্ত করে ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বরিশাল রেঞ্জের মহাপরিচালক ফখরুল আলম-এর বিরুদ্ধে সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮ মোতাবেক নাশকতামূলক কর্মকান্ডের অভিযোগে বিভাগীয় কার্যধারা রুজুর সিদ্ধান্ত সহ অভিযোগের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় তাকে দায়িত্ব থেকে বিরত রাখার অবশ্যকতার কথা বলা হয়েছে।
সরকারী কর্মচারী আইন অনুযায়ী ফখরুল আলমকে সাময়িক বরখাস্ত করে ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত থাকবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বরখাস্তের বিষয়ে জানতে চাইলে ফখরুল আলম ‘কোন মন্তব্য করা ঠিক হবে না’ বলে সাংবাদিকদের জানিয়েছেন। তবে ‘তদন্ত হলে সত্য উদঘটন হবে’ বরে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বৃহস্পতিবার বরিশাল থেকে অব্যাহতি নিয়ে তিনি ময়মনসিংহের উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেছেন।