আনুশকা শর্মার নতুন ছবি ‘পরী’র ছোটো ছোটো টিজারে রীতিমতো ভয় দেখাচ্ছেন আনুশকা শর্মা ৷ আর সেই ভয় পাওয়া থেকে বাদ গেলেন না বিরাট কোহলিও। টিজার মুক্তি পাওয়ার পরে ট্যুইট করে বিরাট জানালেন, ‘টিজার দেখে জাস্ট ভালোবেসে ফেলেছি ।’
কখনও পোস্টারে ৷ কখনও টিজারে ৷ একেবারে চমকে দিচ্ছেন ‘পরী’ আনুশকা ৷ আর এবার তো রীতিমতো গায়া কাঁটা দেবে আনুশকার এই নতুন রূপ। টিজারে এই প্রথম দেখা গেল পরমব্রত চট্টোপাধ্যায়কে৷
কিছুদিন আগে নিজেই প্রকাশ্যে এনেছিলেন ‘পরী’ ছবির ফার্স্টলুক ৷ আর তা দেখে গোটা বলিউড হতবাক তো হয়ে ছিলেন ৷ সঙ্গে আনুশকা শর্মার এই নতুন ছবির গল্প নিয়েও কম কৌতুহল নেই গোটা বলিউডে৷ কারণ ছবির লুকেই আনুশকা বুঝিয়ে দিয়েছেন, আবার তিনি মাস্ট্রারস্ট্রোক মারতে চলেছেন ‘পরী’ ছবি দিয়ে ৷
‘পরী’ ছবিতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ৷ অভিনয় করার কথা ছিল মিমি চক্রবর্তীরও ৷ কিন্তু অসুস্থতার কারণে, শেষ মুহূর্তে পিছিয়ে আসেন মিমি ৷ ছবিটি মুক্তি পাবে ২ মার্চ ২০১৮ সালে ৷
বিনোদনের খবর