হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়েছেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।
বৃহস্পতিবার বেলা ১২টা ৪৯ মিনিটে তিনি নিজের ফেইসবুক পাতায় লিখেছেন, “গতরাত একটার দিকে 01629967551 নম্বর থেকে পাঠানো এক বার্তা পেলাম।
এর হুবহু: “Death keeps no calendar, and Ansatullah knows no time!””এ বিষয়ে যোগাযোগ করা হলে এই অধ্যাপক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমি যা বলতে চেয়েছি, তা ফেইসবুকে লিখে দিয়েছি।”
হুমকি পেলেও অধ্যাপক আনু মুহাম্মদ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত পুলিশের কাছে অভিযোগ করেননি বলে জানান রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) শাহান হক।তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমাদের কাছে এ বিষয়ে এখনও কোনো কমপ্লেইন আসেনি, এরপরও আমরা খোঁজ নেব।”রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় থাকেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক আনু মুহম্মদ।তিনি তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ব্যানারে বিভিন্ন আন্দোলনে সক্রিয়।
বর্তমানে বাগেরহাটের রামপালে সুন্দরবনের কাছে ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তিনি।