৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

আন্তঃজেলা ডাকাতদলের প্রধানসহ আটক ৮, অস্ত্র উদ্ধার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:১২ অপরাহ্ণ, ২২ জুন ২০১৭

আন্তঃজেলা ডাকাতদলের প্রধান নিজামউদ্দিন স্বপনসহ ৮ সদস্যকে আটক করেছে পটুয়াখালীর কলাপাড়া পুলিশ। বুধবার (২১ জুন) মধ্য রাতে উপজেলার শিববাড়িয়া নদী থেকে নম্বরবিহীন একটি ট্রলারসহ তাদের আটক করা হয়।

আটক অন্যরা হচ্ছেন- আব্দুর রহমান, বাবুল মিয়া, ইসমাইল সিকদার, লিটন, রিপন, সাইদুল ইসলাম, নিজাম উদ্দিন এবং আবুল কালাম।

ওই সময় দুইটি ছেনা, একটি বগি দা, দুইটি জিআই পাইপ ও তিনটি রড উদ্ধার করা হয়। তারা জলে-স্থলে দস্যুবৃত্তি করত বলে পুলিশের দাবি।

মহিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বরিশালটাইমসকে জানান, গোপন খবরের ভিত্তিতে আলীপুরের বেল্লাল কোম্পানি ডকের পাশে নদীতে এদের অবস্থান টের পেয়ে অভিযান চালানো হয়। ডাকাত দলের আব্দুর রহমান, বাবুল মিয়া, নিজাম উদ্দিন ও রিপনের বাড়ি কলাপাড়ায়।

অন্যদের বাড়ি বরগুনার আমতলী ও পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায়। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

18 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন