আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে কাউখালীতে র্যালী ও আলোচনা সভা
পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের কাউখালীতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে “ দূর্যোগে আগাম সতর্কবার্তা, সবার আগে কার্যব্যবস্থা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা
প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজন বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বর থেকে এক র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদশিক্ষন শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি,এম সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউখালী ফায়ার সার্ভিস ষ্টেশন মাষ্টার মাসুদ হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মহসীন কবির প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী পেশা ও শিক্ষার্থীসহ ২ শতাধিক লোক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দূর্যোগ দুই ধরনের একটি কৃত্রিম আর একটি প্রাকৃতিক। প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলা করা খুবই দুঃসাধ্য ব্যাপার তারপরও আমরা যদি সতর্ক থাকি তাহলে কিছুটা ক্ষয় ক্ষতি থেকে রেহাই পেতে পারি।
পিরোজপুর, বিভাগের খবর