বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০৫:৫২ অপরাহ্ণ, ০৪ আগস্ট ২০২৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: লক্ষ্মীপুরে আন্দোলকারীদের দমাতে তাদের লক্ষ্য করে গুলি ছুড়লেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু। তার গুলিবর্ষণের ১৩ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে।
এতে দেখা যায়, টিপু হেলমেট মাথায় দিয়ে কয়েকজনকে সঙ্গে করে একটি ভবনের ছাদে অবস্থান নিয়ে শটগান হাতে নিয়ে গুলি করছেন। রোববার (৪ আগস্ট) দুপুরে জেলা শহরের তমিজ মার্কেটে থাকা চেয়ারম্যান টিপুর বাসভবনের ছাদ থেকে গুলি করা হয়েছে বলে জানা গেছে। বিকেল পর্যন্ত থেমে থেকে গুলিবর্ষণের খবর পাওয়া গেছে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেলেও তাদের সংখ্যা জানা যায়নি।
এ ঘটনায় বাজার সড়কে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আন্দোলন সমর্থক এবং ক্ষমতাসীন দলের লোকজনের মাঝে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা চলছে। জানা গেছে, ১ দফা এক দাবিতে বৈষম্যবিরোধীরা লক্ষ্মীপুর ঝুমর এলাকায় বিক্ষোভ সমাবেশ করে। বেলা ১১ টার দিকে তারা সেখানে অবস্থান নেয়। সাড়ে ১১ টার দিকে যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা করে।
এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। উদ্বৃত্ত পরিস্থিতিতে যুবলীগ-ছাত্রলীগ পিছু হটে বাজারের দিকে অবস্থান নেয়। আন্দোলনকারীদের একাংশ বাজারে গেলে চেয়ারম্যান সালাহ উদ্দিন টিপুর বাসার ছাদ থেকে গুলি করা হয়।
এদিকে জেলা শহরের কোথাও পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা যায়নি। লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের ঝুমুর, উত্তর তেমুহনী, এবং বাজার সড়ক এলাকায় আন্দোলনরতদের অবস্থান নিতে দেখা গেছে। বিকেল সাড়ে ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলা শহর জুড়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল।