১১ ঘণ্টা আগের আপডেট সকাল ৯:৫০ ; বৃহস্পতিবার ; নভেম্বর ৩০, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

আবারও কুমিল্লা সিটি মেয়র সাক্কু, বাবার পর এবার হারালেন মেয়েকে

বরিশালটাইমস রিপোর্ট
১২:৩৮ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০১৭

মেয়র পদে মনিরুল হক সাক্কুর ওপরই ভরসা রাখলেন কুমিল্লাবাসী। ১১ হাজার ভোটের বিশাল ব্যবধানে তিনি হারিয়েছেন ক্ষমতাসীন দলের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে।

২০১২ সালে এই সীমার বাবা আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আফজল  খানকে হারিয়ে কুমিল্লার প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন বিএনপি নেতা সাক্কু।

নির্দলীয় সেই নির্বাচনে হাঁস প্রতীকের সাক্কুর সাথে আনারস প্রতীকের আফজলের ভোটের ব্যবধান ছিল ২৯ হাজার।

“এবার দলীয় প্রতীকের নির্বাচনে সরকারের উন্নয়ন কর্মকান্ডে ভর করে কুমিল্লায় নগর কর্তৃপক্ষে পরিবর্তনের ডাক দিয়েছিলেন ৪৬ বছর বয়সী সীমা।”

অন্যদিকে ৫৫ বছর বয়সী সাক্কু ভোট চেয়েছেন নগরে তার অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করার প্রতিশ্রুতি দিয়ে। বৃহস্পতিবার রাতে ভোটের ফল ঘোষণার পর দেখা যায়- মেয়র পদে সরকারবিরোধী দলের নেতা সাক্কুকেই রেখে দিয়েছেন কুমিল্লার ভোটাররা।”

জঙ্গি অভিযানের আতঙ্ক ছাপিয়ে মানুষের ব্যাপক সাড়ার মধ্যে বৃহস্পতিবার কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হয়।

বিভিন্ন কেন্দ্রের ফল সমন্বয় করে কুমিল্লা টাউন হলে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফল ঘোষণা শুরু হয় বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে, যেখানে রিটার্নিং কর্মকর্তা রকিবউদ্দিন মণ্ডল ছিলেন।

রাত ৯টার মধ্যে ১০৩টি কেন্দ্রের মধ্যে ১০১টির ফল ঘোষণা হয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে।

এতে ধানের শীষ প্রতীকে সাক্কু পেয়েছেন ৬৮ হাজার ৯৪৮ ভোট ও নৌকা প্রতীকে আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন ৫৭ হাজার ৮৬৩ ভোট। অনিয়ম ও গোলযোগের কারণে দুটি কেন্দ্রের ভোট স্থগিত হয়েছে। সে দুটি কেন্দ্রের মোট ভোট সংখ্যা (৫২৫৫) সাক্কু ও সীমার ব্যবধানের চেয়ে কম হওয়ায় তা মেয়র পদে ফলে কোনো প্রভাব রাখছে না।’

ফল ঘোষণাস্থল টাউন হলে সাক্কু জয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেছেন- ভোট পুরোপুরি সুষ্ঠু হলে তিনি আরও বড় ব্যবধানে জিততেন।’

“এবারের নির্বাচনে অনেক বেগ পেতে হয়েছে। অনেক হয়রানির মধ্যে পড়তে হয়েছে আমাকে ও আমার কর্মী-অনুসারিদের।”

আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অভিযোগ তুলে বিএনপি নেতা বলেন- তারা ‘কাঙ্খিত সহায়তা’ দিতে ব্যর্থ হয়েছে। তবে ভোটে বিজয়ী করার জন্য নগরবাসীকে অভিনন্দন জানিয়ে সাক্কু বলেন, “অতীতের মতো আমি নগরবাসীর পাশে থাকব।”

ভোটের ফল যাই হোক, তা মেনে নেবেন বলে আগেই জানিয়েছিলেন ক্ষমতাসীন দলের প্রার্থী সীমা, যিনি আগের সিটি করপোরেশনে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছিলেন। গত বারের নির্বাচনে মোট ১ লাখ ৬৯ হাজার ২৭৩ জন ভোটারের মধ্যে ১ লাখ ২৭ হাজার ৭২ জন ভোট দিয়েছিলেন। ভোটের হার ছিল ৭৫ দশমিক ০৬ শতাংশ।

এবার ভোটের হার তা ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত সকালে নির্বাচন কর্মকর্তারা দিলেও গণনা শেষে তথ্য বিশ্লেষণে দেখা যায়, ভোটের হার ৬৫ শতাংশ ছাড়ায়নি।

এবার ভোটার ছিলেন ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন। তার মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৩২ হাজার ৬৯০ জন। ভোটের হার ৬৩ দশমিক ৯২ শতাংশ।

নতুন নির্বাচন কমিশনের অধীনে প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটটির দিকে যে দৃষ্টি ছিল গোটা দেশবাসীর, তা সিইসি কে এম নূরুল হুদার উপলব্ধিতেও এসেছিল।

বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই সহকর্মীদের নিয়ে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই ভোটের মধ্য দিয়ে শতভাগ জনআস্থা অর্জন করেছেন বলে তারা মনে করছেন।

মোটামুটি গোলযোগ ছাড়াই সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে এই সিটি করপোরেশনে। কয়েকটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগ এসেছে। হাতবোমা ফাটিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে একটি কেন্দ্রের বাইরে। অনিয়ম ও গোলযোগের কারণ ভোট স্থগিত হয়েছে দুটি কেন্দ্রে।

সাক্কু তার এজেন্টদের বিভিন্ন কেন্দ্র থেকে বের করে দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সরকারি দলের প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ আনেন।

অন্যদিকে সরকারি দলের প্রার্থী সীমা ভোটচিত্রে নিজের সন্তুষ্টি জানিয়ে বলেন, ফল যাই হোক না কেন তিনি তা মেনে নেবেন। ঢাকায় সংবাদ সম্মেলনে করে ভোটের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ নেতা মাহাবুব-উল আলম হানিফ বলেন, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে কুমিল্লায়।

অন্যদিকে বিএনপি ঢাকায় সংবাদ সম্মেলন করে নির্বাচন প্রত্যাখ্যান না করলেও প্রশ্ন ঝুলিয়ে রেখেছিল; যদিও কয়েকদিন আগেই নতুন সিইসির উপর ভরসা রাখার কথা বলেছিলেন দলটির নেতা রুহুল কবির রিজভী।

বিএনপি ভোট সুষ্ঠু হয়নি বলে দাবি করলেও এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল সন্তুষ্ট ছিলেন সার্বিক পরিস্থিতিতে। ভোট শেষে তিনি সাংবাদিকদের বলেন, “দুটি কেন্দ্র গোলযোগের কারণে স্থগিত করা হয়েছে। আর সব জায়গায় শান্তিপূর্ণ ভোট হয়েছে।”

সাক্কু ও সীমা ছাড়াও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির শিরিন আক্তার ও স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। শিরীন ২৬৩ এবং মামুন ৭৬৬ ভোট পেয়েছেন।

সিটি করপোরেশনের ২৭টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১১৪ জন এবং নয়টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪০ জন প্রার্থী ছিলেন এবার।

দুটি পৌরসভা নিয়ে ২০১১ সালের জুলাই মাসে কুমিল্লা সিটি করপোরেশন গঠিত হওয়ার পর এটা ছিল দ্বিতীয় নির্বাচন। ভোটের আগের দিন শহরের কোটবাড়ী এলাকায় একটি ‘জঙ্গি আস্তানা’র সন্ধান মেলায় কিছুটা উত্তাপ ছড়ায় কুমিল্লাবাসীর মধ্যে।

বুধবার ভোটের শেষ মুহূর্তের প্রস্তুতির মধ্যে সিটি কর্পোরেশনের এলাকার এক প্রান্তে ওই বাড়ি ঘেরাও করে পুলিশ। এ ঘটনা জনমনে কিছুটা আতঙ্ক তৈরি হলেও ভোটারদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান সিইসি নূরুল হুদা।

শেষ পর্যন্ত সেই আতঙ্ক ছাপিয়ে আনন্দ নিয়েই ভোট দেন ওই জঙ্গি আস্তানার আশপাশের তিনটি কেন্দ্রের ভোটাররা।”

জাতীয় খবর

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন এরশাদপত্নী রওশন  'স্বতন্ত্র-মতন্ত্র চিনি না, মাইরের ওপর কোনো ওষুধ নাই'  আবুল হাসানাত আব্দুল্লাহর মনোনয়ন জমা  বাকেরগঞ্জে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন মিজানুর রহমান  বরিশালে লাইসেন্স না থাকায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা  জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ নিষিদ্ধের দাবিতে কলাপাড়ায় র‌্যালি  শান্তি-সমাবেশের ব্যানারে সাদিক আব্দুল্লাহ’র নির্বাচনী মহড়া (!)  বরিশালে অটোপাসের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের নিয়ে মিছিলে গেলেন প্রধান শিক্ষক  হিজলায় নৌকা প্রতিকের মনোনয়ন পত্র দাখিল সম্পন্ন  বরিশালে মিছিল থেকে মহানগর বিএনপির আহ্বায়কসহ গ্রেপ্তার ৫