৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ আটক ৩

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:২৫ অপরাহ্ণ, ২৫ অক্টোবর ২০১৬

কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে গতকাল রাতে ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আকটকৃতরা হলো, হোটেল সমুদ্র বিলাসের ম্যানেজার হাবিবুর রহমান (৩০), হোটেল বয় নিজাম আকন (২৮) ও ইয়াবা ব্যবসায়ী সোহেল ফকির (২৩)।

মহিপুর থানার এসআই আতিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোটেল সমুদ্র বিলাসের ৩১৫ নম্বর কক্ষ থেকে ওই তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মহিপুর থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ সকালে আটককৃতদের আদলতে সোপর্দ করা হয়েছে।

19 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন