বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৬:১১ অপরাহ্ণ, ১৫ নভেম্বর ২০১৬
বরগুনার আমতলীতে চোলাই মদসহ দুই জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে আমতলী-পটুয়াখালী মহাসড়কের ডাক্তার বাড়ি এলাকা থেকে ২ লিটার চোলাই মদসহ তাদের আটক করা হয়।
এরা হলেন, জামান (৩৮) ও মো. ইকবাল। আটক জামান পটুয়াখালীর লোহালিয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ও মো. ইকবাল পটুয়াখালীর মধ্য কলাতলা এলাকার মো. শাহাজাহানের ছেলে।
আমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম পাইক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পানির বোতল ভর্তি ২ লিটার চোলাই মদসহ তাদের আটক করা হয়েছে।