বরগুনা: বরগুনার আমতলীতে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে সজল কুমার শীল (২৫) নামে এক বখাটেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (০৭ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল আলম এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত সজল আমতলী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের যহেজশ্বর শীলের ছেলে।
পুলিশ জানায়, এক বছর ধরে ওই ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে নানাভাবে উত্ত্যক্ত করতেন সজল।
সকালে রাস্তায় বের হলে সজল তার হাত ধরে টানাটানি শুরু করেন। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এসে সজলকে ধরে পুলিশে সোপর্দ করে।
পরে দুপুরে সজলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় তিনি দোষ স্বীকার করায় বিচারক তাকে কারাদণ্ড দেন।
বরগুনা